ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের ম্যাচ দেখতে ব্যস্ত চিকিৎসক, রোগীর মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
ভারতের ম্যাচ দেখতে ব্যস্ত চিকিৎসক, রোগীর মৃত্যু

ঢাকা: গত বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ভারতের একটি হাসপাতালে গুরুতর আহত এক তরুণের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সে ম্যাচ দেখায় ব্যস্ত ছিলেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

 

গত বৃহস্পতিবার (৩১ মার্চ) মুম্বাইয়ে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। আর দেশের খেলা দেখায় ব্যস্ত ছিলেন দায়িত্বরত হাসপাতালের চিকিৎসক দল। সে মুহূর্তে গুরুতর আহত এক তরুণকে হাসপাতালে ভর্তি করানো হলেও খেলা দেখার অজুহাতে সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ হন তারা।

প্রচুর রক্তক্ষরণে মারা যান সেই তরুণ। ঘটনার সত্যতা স্বীকার করেছে উত্তরপ্রদেশের মাথুরা পুলিশ স্টেশন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যান।

এদিকে, মৃত তরুণের বাবা পুলিশের কাছে দায়ের করা মামলার অভিযোগ পত্রে লিখেছেন, ‘মান্তমুলা এলাকার বাসিন্দা সনু এবং মনু। বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের কিছু অস্ত্রধারী লোকের আক্রমণের শিকার হয়। রবি হাসপাতালের নিকটেই এ ঘটনা ঘটে। মনু আহত অবস্থায় পালিয়ে আসতে পারলেও সনু সেখানে গুরুতর আহত হয়ে পড়ে থাকে। কিছু পথচারী তাকে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান। ’

অভিযোগ পত্রে তিনি আরও লিখেছেন, ‘আমরা জানতে পেরেছি সনুকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করালেও সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। তারা ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখায় ব্যস্ত ছিলেন। কিছু নার্স সনুকে প্রাথমিক চিকিৎসা ও ব্যথানাশক ঔষধ দেন। তারা জানান, ম্যাচ শেষে চিকিসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কিন্তু, ম্যাচের রাতে (বৃহস্পতিবার) সনুকে কোনো চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা না দিলে শুক্রবার ভোরে সে মারা যায়। ’

মৃত তরুণের পরিবার মাথুরার প্রধান মেডিকেল অফিসার কে পি গারজের নিকট বিষয়টি জানিয়েছেন। গারজ জানান, ‘আমরা দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। দায়িত্বরত চিকিৎসক ড. ধর্মভীর, ড. সুশীল আর নার্স পুনম শর্মার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা স্বাস্থ্য সচিব বরাবর সুপারিশ পাঠিয়েছি। ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ভারতের বিশ্বকাপের আসর থেকে বিদায় নেওয়ার রাতেই এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।