ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল মাতাতে বিকেলে যাচ্ছেন মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
আইপিএল মাতাতে বিকেলে যাচ্ছেন মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে খেলতে মঙ্গলবার (০৫ এপ্রিল) বিকেল ৫টায় ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত টাইগার এই পেসার আইপিএলের নবম আসরে খেলবেন সানরাইজার্স হায়দারাবাদের হয়ে।

আইপিএলের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেছনে ফেলে বিশ্ব ক্রিকেটের বিস্ময় মুস্তাফিজকে দলে টানে হায়দারাবাদ।

এবারের আইপিএল শুরু হবে আগামী ৯ এপ্রিল।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনাপত্তিপত্র নিতে আসেন মুস্তাফিজ। বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খানের কাছে কাগজপত্র বুঝে নেন তিনি।

এ সময় সংবাদকর্মীদের তিনি জানান, ‘ভালো লাগছে। খেলা নিয়ে কিছু বলার নেই। প্রথমবার সুযোগ পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। সাকিব ভাইও খেলতে যাবেন। দুই জন একই দলে খেলতে পারলে আরও ভালো লাগতো। তারপরও ওখানে তার সাথে দেখা হলে আড্ডা দেবো। আর খেলার জন্য তার সঙ্গে দেখা তো হবেই। সাকিব ভাইয়ের জন্যও দোয়া করবেন। ’

মুস্তাফিজ বিকেল ৫টায় দেশ ছাড়লেও, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে রাত ৮টায় দেশ ছাড়বেন সাকিব।

বিসিবিতে উপস্থিত হওয়ার পর মুস্তাফিজ বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ছবি তোলেন।

১ কোটি ৪০ লাখ রুপিতে (২ লাখ ৮ হাজার ডলার) মুস্তাফিজকে নেয় হায়দারাবাদ। সাকিব আল হাসানকে প্রথমবার ৪ লাখ ২৫ হাজার ডলারে নিয়েছিল কলকাতা। এবার তিনি খেলবেন ২ কোটি ৮০ লাখ রুপিতে।

হায়দরাবাদে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন যুবরাজ সিং, ডেভিড ওয়ার্নার, ইয়ন মরগান, আশিষ নেহারা, ভুবনেশ্বর কুমার, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, শিখর ধাওয়ানের মতো তারকাদের।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৬
এমআর/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।