ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টোকসকে নিয়ে ব্যঙ্গ করায় বহিষ্কার রেডিও জকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
স্টোকসকে নিয়ে ব্যঙ্গ করায় বহিষ্কার রেডিও জকি

ঢাকা: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বেন স্টোকসের চার বলে চারটি ছক্কা হাকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জেতান কার্লোস ব্র্যাথওয়েট। সে সময় নিউজিল্যান্ডের একটি রেডিওতে দুই জকি স্টোকসে নিয়ে মজা করার পর সাময়িক ভাবে বহিষ্কার হয়েছেন।

 

রেডিও হাউরাকি নামের স্টেশনটিতে জার্মি ওয়েলস ও ম্যাট হিথ উপহাস করছিরেন স্টোকসেকে নিয়ে। এমনটি সহ্য না করতে পেরে রেডিওটিতে ফোন করেন স্টোকসের মা ডোবেরাহ। কিন্তু তিনি সেখানে যা বলছিলেন, সেটি যে লাইভ হচ্ছিল তা জানতেন না। পরে লাইভ হচ্ছে জানতে পেরে ডোবেরাহ অভিযোগ করেন তাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হয়েছে।

স্টোকস জন্মসূত্রে নিউজিল্যান্ডের নাগরিক। তবে তার ১২ বছর বয়সের সময় পরিবার সহ ইংল্যান্ডে পাড়ি দেয়। আর ছেলেকে নিয়ে এমন উপহাস বিব্রতকর জানিয়ে ডোবেরাহ বলেন, ‘আমরা নিউজিল্যান্ড বসবাস করেছিলাম। সেখানে এখনও আমাদের আত্মীয়-স্বজন রয়েছে। ’

এদিকে রেডিও প্রতিষ্ঠানটি এমন ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে এবং দুই রেডিও জকিকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করেছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।