ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাসেক্সে রাইটের নেতৃত্বে খেলবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
সাসেক্সে রাইটের নেতৃত্বে খেলবেন মুস্তাফিজ

ঢাকা: চলতি বছর ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে মাঠ মাতাতে যাবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি ফরম্যাটের ন্যাটওয়েস্ট ব্ল্যাস্টে দলটির হয়ে বিদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজ ছাড়াও থাকছেন নিউজিল্যান্ডে ব্যাটসম্যান রস টেইলর।

আর এই দলের অধিনায়ক হলেন ইংল্যান্ড অলরাউন্ডার লুক রাইট।

 

মুস্তাফিজ সাসেক্সে কোচ হিসেবে পাচ্ছেন মার্ক ডেভিসকে। আর এ বছর ইংলিশ ক্রিকেটারদের মধ্যে যুক্ত হয়েছেন ড্যানি ব্রিগস।

 

চলতি মৌসুমে সাসেক্স থেকে বাদ পড়েছেন মাইকেল ইয়ার্ডি, স্টেফান পিওলেট, ক্রিস লিডেল, আজহার জাইদি, কালাম জ্যাকসন, ম্যাট হোবডেন ও জেমস এনিওন।

আর চুক্তিতে থাকা ২২ ক্রিকেটাররা হলেন, লুক রাইট, আজমল, বেন ব্রাউন, ক্রিস জর্ডান, ক্রিস ন্যাশ, ক্রেইগ চাচোপা, ড্যানি ব্রিগস, এড জয়েস, ফায়েন হাডসন-প্রিন্টিস, জর্জ গার্টন, হ্যারি ফিঞ্চ, লিউস হ্যাটচেট, লুক ওয়েলস, ম্যাট ম্যাচান, মুস্তাফিজুর রহমান, ওলিয়ে রবিনসন, ফিল সল্ট, রস টেইলর, স্টেভ ম্যাগোফিন, স্টুয়ার্ট হুইটিনগ্রাম, তামাল মিলস ও উইল বিয়ার।

মুস্তাফিজ বর্তমানে আইপিএল খেলতে ভারত সফর করছেন। চলতি মৌসুমে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে বাঁহাতি এ বোলারের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়। পরে ভারতের বিপক্ষে সিমীত ওভারের সিরিজের বাজিমাত করলে নজরে আসেন তিনি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেন মুস্তাফিজ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।