ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘দুই মাথার’ কারণেই সমস্যায় পাকিস্তান: ওয়াকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
‘দুই মাথার’ কারণেই সমস্যায় পাকিস্তান: ওয়াকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম(ফাইল ফটো)

ঢাকা: একের পর এক গোমর ফাঁস করেই যাচ্ছেন ওয়াকার ইউনিস। দলের বাজে পারফরম্যান্সের কারণে সদ্যই প্রধান কোচের ভূমিকা থেকে পদত্যাগ করা এই কিংবদন্তি নতুন করে জানান, ক্রিকেট বোর্ডে ‘দুই মাথার‘ কারণেই আজ দলের এই করুণ পরিণতি।

 

পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান, ‘বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি, এরা দু’জন দলকে ভিন্ন ভাবে চালায় বলেই আজ সমস্যার তৈরী হচ্ছে।

সম্প্রতি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খুবই খারাপ পারফরম্যান্স হয়েছিলো। দুটি টুর্নামেন্টে আটটি ম্যাচে মধ্যে তারা মাত্র তিনটিতে জয় পেয়েছিলো। এসব কারণেই দলের কোচ থেকে সরে দাঁড়িয়েছিলেন ওয়াকার। সেই সঙ্গে পদত্যাগের সময় তিনি জানিয়েছিলেন, টি-২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি ম্যাচে অমনোযোগী ছিলেন।

এক সাক্ষাতকারে ওয়াকার বলেন, ‘একটা পরিবারে দুই মাথা থাকাটা বড় সমস্যা। এটার কারণে শুধু কোচই না পুরো দলকেই ভুগতে হয়। পিসিবিতে দুই মাথা, যেখানে নির্দেশ আসে দুই ভাবে। এই নীতি বন্ধ করতে হবে। এটা খুবই জরুরী। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।