ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোদ ও গরমকে ভয় পান না রিয়াদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
রোদ ও গরমকে ভয় পান না রিয়াদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চলছে চৈত্রের তাপদাহ। ২২ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসর।

বৈশাখেও তাপদাহের শেষ হবে না। তাই ঢাকা প্রিমিয়ার লিগ যে প্রচন্ড গরমের মধ্যদিয়েই মাঠে গড়াবে সেটা বলার আর অপেক্ষা থাকছে কই?

 

তবে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভরসার পাত্র ও এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামালের আইকন প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদের কাছে এই গরম কোন ব্যাপারই না। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে প্রিমিয়ার লিগকে সামনে রেখে করা প্রথম দিনের অনুশীলন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘রোদে খেলতে ভাল লাগে। বিশ্বকাপের পর দু’সপ্তাহ মাঠের বাইরে ছিলাম। তাই খেলার জন্য মুখিয়ে আছি। সামনে যেহেতু প্রিমিয়ার লিগের বড় একটা মৌসুম তাই আশা করছি ভাল করতে পারবো। বিশ্রাম থেকে ফিরে অনুশীলন শুরু করলাম। এখন নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। ’

এদিকে গেল ১০ এপ্রিল অনুষ্ঠিত প্লেয়ার বাই চয়েসে আইকন হিসেবে প্রথম ডাকটি পেয়েছিলেন শেখ জামালের এই আইকন প্লেয়ার। আর সবার প্রথমে ডাক পেয়ে বেশ উৎফুল্লিত রিয়াদ জানান, ‘প্রথম কল পেয়ে ভাল লেগেছে। ’

দল হিসেবে শেখ জামাল কেমন করবে? গণমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে রিয়াদ জানান, ‘শেখ জামাল সম্পূর্ণই তরুণ একটি দল। এখানে সবার ভাল করার সুযোগ আছে। তাই এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তরুণ প্লেয়ারদের নিয়ে খেলতেও আমার ভাল লাগে। কারণ তারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। ’

দর্শকেরা সব সময়ই মাঠের প্রাণ। তাদের উপস্থিতি প্লেয়ারদের পারফরমেন্সকে সব সময়ই প্রাণবন্ত করে। তাই অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও দর্শকদের মাঠে এসে খেলা দেখে টাইগারদের উৎসাহ দেয়ার আমন্ত্রণ জানিয়ে রিয়াদ বলেন, ‘দর্শকদের সমর্থন আমাদের জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ। তাদের সমর্থন পেলে সামনের বছর গুলোতে আমরা আরও ভাল ক্রিকেট খেলতে পরবো বলে আশা করি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।