ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিজওয়ানকে বহিষ্কার করলো বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
রিজওয়ানকে বহিষ্কার করলো বিসিবি

ঢাকা: এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মারপিটের ঘটনায় আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন বিসিবি’র মার্কেটিং এজেন্ট রিজওয়ান বিন ফারুক। ফলে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকান্ডে অংশ নিতে পারবেন না বরিশাল বুলসের এই কর্নধার।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে বিসিবি’র ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চের পাশে দাঁড়িয়ে লজ্জাজনক এক কান্ডই ঘটান রিজওয়ান। এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টসের মার্কেটিং প্রধান মঈনুল হক চৌধুরীর ওপর চড়াও হন রিজওয়ান।

পরে বিসিবি’র কয়েকজন পরিচালক এসে তাকে শান্ত করেন। এর পর দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন রিজওয়ান। বিসিবি পরিচালক ছাড়াও বেশ কয়েকজন ক্রীড়া ‍সাংবাদিকের দৃষ্টিগোচর হয় ন্যাক্কারজনক ঘটনাটি। স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনায় বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
 
এছাড়া বিসিবি’র প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসানের উপর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিসিবি’র ডিসিপ্লিন্যারি কমিটি। আচরণবিধি ভেঙে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে বিসিবির প্রধান ম্যাচ রেফারির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। রকিবুল হাসান ক্ষমা চাওয়ায় তার ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিসিবি।
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।