ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শাহাদাতের ফেরার আকুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
শাহাদাতের ফেরার আকুতি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আবারও ক্রিকেটে ফিরতে চান শাহাদাত হোসেন রাজিব। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়কার সেরা এই পেসার।

সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ রয়েছেন তিনি।

বাংলাদেশ হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন শাহাদাদ। আর কোর্টে বলা হয়েছিলো ঘরোয়া ক্রিকেটে খেলতে তার আর কোন আইনি সমস্যা নেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও তাকে খেলার ব্যাপারে ছাড়পত্র দেয়নি।

যার কারণে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অংশগ্রহন করতে পারছেন না ডানহাতি পেসার শাহাদাত, ‘আমি এখন কি করতে পারি? আমি তাদের অনুরোধ করেছি। আমি একটি সুযোগ চেয়েছি। এই ক্রিকেটই আমার পেশা। এখান থেকেই আমার উপার্যন হয়। গত ১৫ বছর ধরে আমি বিসিবিকে সার্ভিস দিয়েছি। তারা কি আমার একটি ভুল ক্ষমা করতে পারবে না। ’

তিনি আরও বলেন, ‘আমি না খেললে কিভাবে আমার পরিবারকে চালাবো। আমার স্ত্রী ও সন্তানের কি হবে। ’

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।