ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাঁটুর ইনজুরি ছিটকেই দিল মালিঙ্গাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
হাঁটুর ইনজুরি ছিটকেই দিল মালিঙ্গাকে সংগৃহীত

ঢাকা: আইপিএলের চলমান আসরে খেলা হচ্ছে না লাসিথ মালিঙ্গার। তার দল মুম্বাই ইন্ডিয়ানসের মেডিক্যাল টিম তাকে অন্তত চার মাসের জন্য আনফিট ঘোষণা করেছে।

মালিঙ্গার হাঁটুর ইনজুরি তাকে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর ও ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগেও মাঠের বাইরে ছিটকে দিয়েছে।

আইপিএল শুরু আগে মালিঙ্গা খেলবেন বলে ধারণা করা হয়েছিলো। তবে ইনজুরির কারণে শুরু করতে পারেননি। কিন্তু ক’দিন আগে লঙ্কা থেকে মুম্বাইয়ে সার্জারি করতে আসলে তার খেলার ব্যাপারে সমর্থকদের মনে আশা জাগে।

এদিকে মালিঙ্গার অসুস্থতার ব্যাপারে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি এখনও কোন অফিসিয়াল বিবৃতি দেয়নি। তবে দলটির কোচ রিকি পন্টিং জানিয়েছেন, তার দলে ফাস্ট বোলারের ব্যাকআপ হিসেবে টিম সাউদি ও মার্চেন্ট ডি ল্যাঙ্গ রয়েছে। নিউজিল্যান্ড বোলার সাউদি ইতিমধ্যে কেকেআর ও গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচে ছিলেন।

মালিঙ্গা সর্বশেষ লঙ্কার ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজের সময় ইনজুরিতে পড়েন। পরে ইনজুরির কারণে এশিয়া কাপের একটি ম্যাচে খেলার পর আর মাঠে নামতে পারেননি তিনি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।