ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি সফর পর্যন্ত থাকতে চান মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
অজি সফর পর্যন্ত থাকতে চান মিসবাহ সংগৃহীত

ঢাকা: চলতি বছরের শেষে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর পর্যন্ত খেলে যেতে চান পাক টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। তবে এটা নির্ভর করছে তার ফর্ম ও ফিটনেসের ওপর।

এছাড়া অজি সফরের আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে চান ডানহাতি এ ব্যাটসম্যান।

সম্প্রতি কাঁধের ইনজুরি সেরে পাকিস্তান কাপে যোগ দিয়েছেন মিসবাহ। তবে ইংল্যান্ডের বিপক্ষে আসছে জুলাইয়ে টেস্ট সিরিজের আগে এ’ দলের হয়েও খেলবেন তিনি।

পাকিস্তান সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরে টেস্ট সিরিজ খেলেছিলো। যেখানে দলটি চার ম্যাচ সিরিজে ২-০তে জিতেছিলো।

আগামী মাসে ৪২ বছরে পা দেবেন মিসবাহ। তবে এ ক্ষেত্রে ফর্ম ঠিক থাকলেও তাকে ইনজুরি বেশ ভাবাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অবসরের চিন্তা করেছিলেন তিনি। তবে পিসিবি চেয়ারম্যান শায়রিয়ার খানের অনুরোধে তিনি সিদ্ধান্ত বদলান।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।