ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির বেঙ্গালুরুকে হারালো রোহিতের মুম্বাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
কোহলির বেঙ্গালুরুকে হারালো রোহিতের মুম্বাই ছবি: সংগৃহীত

ঢাকা: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলমান আইপিএলের ১৪তম ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স আর আতিথ্য নেওয়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার মুম্বাই।

আগে ব্যাট করে ক্রিস গেইল বিহীন বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে, ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে মুম্বাই।

বেঙ্গালুরুর ওপেনার ও দলপতি বিরাট কোহলি ৩০ বলে তিনটি চারের সাহায্যে ৩৩ রান করেন। আরেক ওপেনার লোকেশ রাহুল ১৪ বলে দুটি করে চার ও ছক্কায় ২৩ রান করেন। তিন নম্বরে নেমে এবিডি ভিলিয়ার্স ২১ বলে করেন ২৯ রান। চার নম্বরে নামা শেন ওয়াটসনের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।

বেঙ্গালুরুর নতুন তারকা ট্রেভিস হেড রান আউট হওয়ার আগে ২৪ বলে দুটি চার আর সমান ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন। আর ১৮ বলে দুটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ২৮ রানের দারুণ ইনিংস খেলেন সরফরাজ খান।

মুম্বাইয়ের হয়ে টিম সাউদি, হরভজন সিং আর হারদিক পান্ডে উইকেটশূন্য থাকলেও জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে তুলে নেন তিনটি উইকেট। মিচেল ম্যাকক্লেনাঘেন একটি ও ক্রুনাল পান্ডে দুটি উইকেট দখল করেন।

১৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ওপেনার পার্থিব প্যাটেল (৫) দ্রুত বিদায় নেন। তবে, তিন নম্বরে নামা আম্বাতি রাইডুকে নিয়ে জুটি গড়েন আরেক ওপেনার ও দলপতি রোহিত শর্মা। আরও ৭৬ রান যোগ করেন তারা। ২৩ বলে ব্যক্তিগত ৩১ রান করেন ৫টি বাউন্ডারি হাঁকানো রাইডু।

রোহিত শর্মা বিদায় নেওয়ার আগে খেলেন ৬২ রানের ইনিংস। তার ৪৪ বলে সাজানো ইনিংসে ছিল ৪টি চার আর তিনটি ছক্কার মার।

কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করতে গিয়ে জস বাটলার ২৮ রান করে বিদায় নেন। তার ১৪ বলের ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কা। ব্যাটে ঝড় তুলে মাত্র ১৯ বলে চারটি চার আর তিনটি ছক্কায় অপরাজিত ৪০ রান করেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড।

হাতে দুই ওভার রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬

এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।