ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সফরেও থাকছেন না মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
ইংল্যান্ড সফরেও থাকছেন না মালিঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে আসন্ন ইংল্যান্ড সফর থেকে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) লঙ্কান ক্রিকেট বোর্ডের মেডিকেল কমিটির প্রধান হারিন্দু এ ব্যাপারটি নিশ্চিত করেছেন।

 

আইপিএলের চলমান আসরেও খেলা হয়নি লাসিথ মালিঙ্গার। তার দল মুম্বাই ইন্ডিয়ানসের মেডিকেল টিম তাকে অন্তত চার মাসের জন্য আনফিট ঘোষণা করে। মালিঙ্গার হাঁটুর ইনজুরি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগেও তাকে মাঠের বাইরে ছিটকে দিতে পারে।

 

মালিঙ্গা গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় ইনজুরিতে পড়েন। পরে ইনজুরির কারণে এশিয়া কাপের একটি ম্যাচে খেলার পর আর মাঠে নামতে পারেননি তিনি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে দেখা যায়নি।

হারিন্দু জানান, হাঁটুর ইনজুরি মালিঙ্গাকে বেশ ভালোভাবেই ভোগাচ্ছে। তার হাঁটুতে অস্ত্রোপচার করানো দরকার। অনেক চিকিৎসক তাকে বিশ্রামের কথা জানিয়েছেন। কিন্তু, শুধু বিশ্রামেই তার এই ধরনের ইনজুরি ভালো হবেনা। আমরা তাকে আরও কয়েকমাস পর্যবেক্ষণে রেখে স্ক্যান করাতে চাই। তার রিকোভারি হতে কত সময় দরকার সত্যিই তা আমাদের জানা নেই। আসন্ন ইংল্যান্ড সফরেও সে দলের বাইরেই থাকবে।

২০০৯ সালেও মালিঙ্গা হাঁটুর ইনজুরিতে পড়েন। প্রায় এক বছর বিরতি দিয়ে আবারো জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি। ২০১০ সালে পুনরায় ইনজুরির আশঙ্কায় তিনি টেস্ট থেকে অবসর নেন। চলতি বছর এশিয়া কাপের আগে ইনজুরি কাটিয়ে ফেরেন তিনি। তবে, পুরোনো ইনজুরি তাকে মুক্তি দেয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।