ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের জাদুকরী বোলিং, হায়দ্রাবাদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
মুস্তাফিজের জাদুকরী বোলিং, হায়দ্রাবাদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচে নিজেদের তৃতীয় জয় তুলে নিলো টাইগার কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।


মুস্তাফিজের দারুণ বোলিং (৪-১-৯-২) ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৩১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে সহজেই হারায় হায়দ্রাবাদ।



পাঞ্জাবের দেয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে লক্ষ্যে পৌঁছে  মুস্তাফিজুররা।

এর‌ আগে শনিবার (২৩ এপ্রিল) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে স্বাগতিক হায়দ্রাবাদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব। শন মার্শের ৩৪ বলে ৪০ ও অক্সাত প্যাটেলের ১৭ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। এছাড়া ভোরা ২৫ ও নিকিল নাইক খেলেন ২২ রানের ইনিংস।

বল হাতে মুস্তাফিজুর, হেনরিকস ২টি করে আর ভুবনেশ্বর কুমার নেন ১টি উইকেট। মুস্তাফিজ ৪ ওভার বল করে একটি মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। যাকে ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন ‘ম্যাজিক্যাল ফিগার’, ‘ম্যাজিক্যাল মুস্তাফিজ’।
 
জবাবে জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দ্রাবাদের অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের ৩১ বলে ৫৯ ও শিখর ধাওয়ানেরে ৪৪ বলে ৪৫ রানের ইনিংসে ৫ উইকেট সহজেই জয় তুলে নেয় হায়দ্রাবাদ। এছাড়া মর্গান খেলেন ২০ বলে ২৫ রানের এক কার্যকরী ইনিংস।

পাঞ্জাবের হয়ে বল হাতে সন্দীপ শর্মা, মোহিত শর্মা ও রিশি ধাওয়ান নেন একটি করে উইকেটে।

ম্যাচ সেরা হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এইচএল/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।