ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষেও গোলাপি বলে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
ক্যারিবীয়দের বিপক্ষেও গোলাপি বলে পাকিস্তান

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড গোলাপি বলে ফ্লাডলাইটের নিচে খেলা সাদা পোশাকের ম্যাচ নিয়ে এতটাই উৎফুল্ল যে, এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে আহবান জানিয়েছে।

 

চলতি বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। প্রতিটি ম্যাচ হবে আরব আমিরাতে।

ফ্লাডলাইটের আলোয় খেলা টেস্ট ম্যাচ নিয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক জানান, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির গোলাপি বলে খেলতে রাজি হয়েছি। কিন্তু, আমাদের যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন ছিল। গোলাপি বলে ফ্লাডলাইটে আমাদের ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার সুযোগ দিবে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও আমরা দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী। তবে, এই ফরমেটে ভিন্ন ধরনের ম্যাচে মাঠে নামার আগে আমাদের আরও কাজ করতে হবে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব করা হলেও এখন পর্যন্ত বোর্ডটি কোনো সম্মতি জানায়নি। তবে, এ ব্যাপারে পাকিস্তান বেশ আশাবাদি বলেই বোর্ডের একটি সূত্র জানায়।

সূত্রটি আরও জানায়, দিবা-রাত্রির টেস্ট ম্যাচে নিজেদের মানিয়ে নিতে বোর্ড দেশটির প্রথম শ্রেণির সর্বোচ্চ আসর কায়েদ ই আজম ট্রফিতে এ ধরনের ম্যাচ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে প্রতিটি ম্যাচই গোলাপি বলে ফ্লাডলাইটের আলোয় জাতীয় দলের ক্রিকেটারদের খেলতে হবে বলেও জানায় বোর্ড সূত্রটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।