ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে ওঠার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ মুম্বাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
শীর্ষে ওঠার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ মুম্বাই ছবি:সংগৃহীত

ঢাকা: আইপিএলের ২৪তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানস। আর এ ম্যাচটি হয়ে থাকছে কেকেআরের জন্য পয়েন্ট টেবিলে আবারও শীর্ষে ওঠার লড়াই হিসেবে।

কারণ জয় পেলেই গুজরাট লায়ন্সকে পেছনে ফেলে আবারও সবার ওপরে থাকবে গৌতম গম্ভির বাহিনী।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আইপিএলে একটি ম্যাচই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুম্বাইয়ের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতাকে আতিথিয়েতা জানাবে রোহিত শর্মার দল। এবারের আসরে দু’দলের প্রথম দেখায় ইডেন গার্ডেনসে ছয় উইকেটের জয় পেয়েছিলো মুম্বাই।

চলতি আসরে কলকাতা এখন পর্যন্ত মুম্বাইয়ের কাছেই হার মেনেছে। আর সে ম্যাচটি ছিলো ঘরের মাঠে। তাই দ্বিতীয় ম্যাচটি ওয়াংখেড়েতে হওয়ায় বেশ হিসেব-নিকেশ করেই মাঠে নামতে হচ্ছে নারিন-উথাপা-রাসেলদের।

কলকাতা এখন পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটি হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর সাত ম্যাচে তিন জয় ও চার হারে পাঁচে রয়েছে মুম্বাই। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে শীর্ষে রয়েছে সুরেশ রাইনার অধীনে গুজরাট।

এদিকে এ ম্যাচেও কলকাতার হয়ে মাঠে থাকার সম্ভাবনা রয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে কলকাতার সর্বশেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন সাকিব। তিন ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ম্যাচের কলকাতা দুই উইকেটের জয় পায়।

কলকাতার সম্ভাব্য একাদশ: রবিন উথাপা, গৌতম গম্ভির (অধিনায়ক), সুরিয়া কুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, রাজাগোপাল সাতিশ, পিযুস চাওলা, উমেশ যাদব, সুনিল নারিন ও মরনে মরকেল।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, পার্থিব প্যাটেল, আম্বাতি রায়াদু, জস বাটলার, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডে, কুনাল পান্ডে, হরভজন সিং, টিম সাউদি, মিচেল ম্যাকক্লেনাঘান ও জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।