ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আকসারের হ্যাটট্রিকে উড়ন্ত গুজরাটকে মাটিতে নামালো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ১, ২০১৬
আকসারের হ্যাটট্রিকে উড়ন্ত গুজরাটকে মাটিতে নামালো পাঞ্জাব ছবি: সংগৃহীত

ঢাকা: টুর্নামেন্টের শুরু থেকেই উড়তে থাকা সুরেশ রায়নার গুজরাট লায়ন্স ২৩ রানে হেরেছে টেবিলের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। পাঞ্জাবের জয়ে মূল ভূমিকা রাখেন হ্যাটট্রিক করা আকসার প্যাটেল।

হারলেও গুজরাট ৮ ম্যাচের ৬টিতে জিতে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে। অপরদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় জয় পাওয়ার পরেও ৪ পয়েন্ট নিয়ে সবশেষ আট নম্বরেই অবস্থান করছে পাঞ্জাব।

রাজকোটে আগে ব্যাট করা পাঞ্জাব ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে করে ১৫৪ রান। জবাবে, নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৩১ রান।

ডেভিড মিলারের স্থলাভিষিক্ত হয়ে এ ম্যাচে পাঞ্জাবের অধিনায়কত্বের দায়িত্ব পান মুরালি বিজয়। ওপেনিংয়ে নেমে ৪১ বলে ৬টি চারের সাহায্যে ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। আরেক ওপেনার মার্কাস করেন ১৭ বলে ২৭ রান। শন মার্শ (১), গ্লেন ম্যাক্সওয়েল (০) আর গুরকীরাত সিং (০) দ্রুত ফিরলে ডেভিড মিলার ৩১ রান আর রিদ্ধিমান সাহা ৩৩ রান করে দলকে লড়াইয়ের পুঁজি পাইয়ে দেন।

গুজরাটের হয়ে কৌশিক তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট দখল করেন প্রাভীন কুমার এবং ডোয়াইন ব্রাভো। একটি করে উইকেট নেন কুলকার্নি আর রবীন্দ্র জাদেজা।

১৫৫ রানের টার্গেটে নেমে ওপেনার ডোয়াইন স্মিথ ১৫ এবং ব্রেন্ডন ম্যাককালাম ১ রান করে বিদায় নেন। দলপতি সুরেশ রায়না ১৮ রান করেন। শেষ দিকে ইশান কিষান ২৭, জেমস ফকনার ৩২ আর প্রাভীন কুমার ১৫ রান করলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমে।

ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে আকসার প্যাটেল ফেরান স্মিথকে। পরের বলে জাদেজা এক রান নেন। পঞ্চম বলে দিনেশ কার্তিককে ফিরিয়ে দেন প্যাটেল। আর ষষ্ঠ বলে ব্রাভোকেও সাজঘরে পাঠান তিনি। ইনিংসের এগারোতম ওভারে আবারো বোলিং মার্কে আসেন প্যাটেল। নিজের আগের ওভারে তিন রান দিয়ে তিন উইকেট নেওয়া এই বোলার ১১তম ওভারের প্রথম বলেই জাদেজাকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

পাঞ্জাবের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে চারটি উইকেট পান আকসার প্যাটেল। ৪ ওভারে ৩২ রান খরচায় আরও তিনটি উইকেট নেন মোহিত শর্মা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।