ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাউন্টিতে মুস্তাফিজকে খেলানোর পক্ষে হাথুরুসিংহে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ২, ২০১৬
কাউন্টিতে মুস্তাফিজকে খেলানোর পক্ষে হাথুরুসিংহে ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই মাস ছুটি কাঁটিয়ে বুধবার (১ জুন) রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বৃহস্পতিবার কর্মস্থল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে ব্যস্ত সময় কাটালেন টাইগারদের এই শ্রীলঙ্কান কোচ।

 

বিসিবি কার্যালয়ে এসে হিসাব বিভাগ ও প্রশাসনিক বিভাগে ব্যক্তিগত কাজ সেরে ক্রিকেট অপারেশন্স কটিমির চেয়ারম্যান আকরাম খান, প্রধান নির্বাহী কমকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে আলোচনায় বসেন হাথুরুসিংহে।

আলোচনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজুর রহমানের ইংলিশ ক্লাব সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতে যাওয়া উচিৎ বলে মত দিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন, আমি মনে করি ইংল্যান্ডের কন্ডিশনে খেললে মুস্তাফিজ উপকৃত হবে। কাউন্টিতে যদি তারা বাংলাদেশের চারজন পেসারকেও নিত তাহলে চারজনকেই পাঠিয়ে দেয়ার পক্ষে আমি সায় দেবো। মুস্তাফিজুর রহমানকে যেহেতু কাউন্টির সাসেক্স দল নিয়েছে, আমি চাই শরীর ফিট হলে সে সেখানে খেলুক। ’

টি-টোয়েন্টি, ওয়ানেডর পর টেস্টেও নিজেকে প্রমাণ করেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। যদিও বাংলাদেশ দল ওয়ানডে, টি-টোয়েন্টির মতো পারফরম্যান্স টেস্টে করতে পারছে না।

টেস্টে বাংলাদেশের ভাগ্য ফেরাতে মুস্তাফিজ অবদান রাখতে পারে বলে মনে করেন হাথুরুসিংহে, ‘মুস্তাফিজ মাত্র দুইটা টেস্ট ম্যাচ খেলেছে। যার প্রথমটিতেই সে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে। টেস্টে  তার শুরুটা দুর্দান্ত হয়েছে। তবে সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। তাকে ফিট থাকতে হবে। সে একজন বুদ্ধিমান ক্রিকেটার। সেই খুঁজে বের করবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে চ্যালেঞ্জ নিতে হলে কিভাবে সব দিক থেকেই উন্নতি ঘটানো যায়। তাহলে বাংলাদেশ দলও উপকৃত হবে। ’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাথুরুসিংহের সঙ্গে চুক্তির মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে। পাশাপাশি নির্বাচক কমিটিতেও রাখা হচ্ছে তাকে। নির্বাচক কমিটিতে থাকার ফলে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগটাও আরও বাড়বে বলে মত দিলেন এ টাইগার কোচ, ‘নির্বাচক কমিটিতে রাখায় আমি খুশি। সবার সঙ্গে আমার যোগাযোগটা আরও বাড়বে। গত বছর বাংলাদেশ দলের পারফরম্যান্স সোনালী হরফে লিখে রাখার মতো ছিল। সামনের সময়গুলোতে কিভাবে কাজ করবো তার পরিকল্পনা দুই-একদিনের মধ্যে করে ফেলবো। কেবল তো আসলাম। ’

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া গত বছর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশের বাইরে যায়নি বাংলাদেশ দল। দেশের বাইরের কন্ডিশনে খেলাকেই সামনের সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে মানছেন হাথুরুসিংহে, ‘দেশের বাইরের কন্ডিশনে খেলাটাই চ্যালেঞ্জ। আমরা দেশের বাইরে গত বছর খুব কম খেলতে গিয়েছি।  আর টেস্টে জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে। কনসিসটেন্ট গুড বোলিং ইউনিট দরকার আমাদের। ’

আগামী বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কঠিন গ্রুপে পড়া বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে পড়েছি। সেখানে ভালো কারা খুব কঠিন। সেখানে বোলারদের অবশ্যই ভলো করতে হবে। পাশাপাশি সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকদের দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ খুব কমই খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবো আমরা। সেখানে নিউজিল্যান্ডকে পাবো। এটিই চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভালো প্রস্তুতি হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।