ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-রিয়াদদের ম্যাচের ভেন্যু পরিবর্তন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুন ৫, ২০১৬
মুশফিক-রিয়াদদের ম্যাচের ভেন্যু পরিবর্তন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একাদশতম রাউন্ডের দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এই সিদ্ধান্ত নিয়েছে।

মোহামেডান এবং শেখ জামালের ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে। স্বাভাবিকভাবেই অপর ম্যাচের ভেন্যুতে তাই পরিবর্তন এসেছে।

 

গত ২৯ মে লিগ পর্বের শেষ দুই রাউন্ডের (দশম ও একাদশ) সূচি ঘোষণা করে সিসিডিএম। দশম রাউন্ডের খেলা শেষ হলেও আগামীকাল একাদশ রাউন্ডের ম্যাচ শুরু হবে। ০৬ জুন (সোমবার) লিগ পর্বের প্রথম দফার ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বের শেষ হবে ০৮ জুন। এরপর সেরা ৬ দলকে নিয়ে শুরু হবে সুপার লিগ।

একাদশ রাউন্ডে ০৬ জুন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ম্যাচটি হবে ফতুল্লায়। একই দিন আবাহনী লিমিটেড ও ক্রিকেট কোচিং স্কুল বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে খেলবে। আর দিনের অপর ম্যাচে মিরপুরে লড়বে কলাবাগান ক্রিকেট একাডেমি এবং কলাবাগান ক্রীড়া চক্র।

সূচিতে ০৭ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। ০৮ জুন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লড়াইটি বিকেএসপিতে হওয়ার কথা থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় তা মিরপুরে আনা হয়েছে বলে জানায় আয়োজক কমিটি।

পয়েন্ট টেবিলের দিকে তাকালেই মোহামেডান-শেখ জামালের ম্যাচটির গুরুত্ব বোঝা যাবে। ১০ ম্যাচ শেষে ৬ জয় আর ৪ পরাজয়ে মুশফিকুর রহিমের মোহামেডানের পয়েন্ট ১২। সমান ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামালের ৫ জয় আর ৫ পরাজয়ে অর্জন ১০ পয়েন্ট। সুপার লিগ নিশ্চিত করতে লিগ পর্বের একাদশ বা শেষ রাউন্ডে জয়ের বিকল্প নেই দুই দলের।

০৮ জুন লিজেন্ডস অব রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি মিরপুরে হওয়ার কথা ছিল। এটি এখন বিকেএসপিতে অনুষ্ঠিত হবে বলে জানায় সিসিডিএম। একই দিন (০৮ জুন) ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি ফতুল্লায় পূর্ব নির্ধারিত ভেন্যু হিসেবেই থাকছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ০৫ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।