ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুপার লিগের আশায় এখন মাশরাফিরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ৭, ২০১৬
সুপার লিগের আশায় এখন মাশরাফিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রিমিয়ার লিগের মাঝপথে সুপার লিগের আশা ছেড়েই দিয়েছিল মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। রেলিগেশন এড়ানোই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় দলটির।

তবে শেষ তিন ম্যাচের জয়ে ১২ পয়েন্ট নিয়ে সুপার লিগে ওঠার পথে এখন মাশরাফিরা।

মঙ্গলবার (০৭ জুন) মিরপুরে নিজেদের শেষ ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে বৃষ্টি আইনে ২৯ রানে হারিয়ে সুপার লিগে ওঠার জোর দাবিদার হয়ে উঠলো মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। বুধবারের (০৮ জুন) দুই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে মাশরাফিদের সুপার লিগে যাওয়া, না যাওয়া।  
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একাডেমির দেয়া ১৩৪ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কলাবাগান ক্রীড়া চক্র ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টির কারণে পরে আর মাঠে বল গড়ায়নি। দুপুরের পর বৃষ্টি আইনে জয়ী ঘোষণা করা হয় মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রকে।

ওপেনার হাসানুজ্জামান করেন সর্বোচ্চ ৪৭ রান।   ১৫ রান করে অপরাজিত থাকেন পরশ ডগরা। আ‍বু জায়েদ রাহি দুটি ও নূর হোসেন নেন একটি উইকেট।

আগের দিনের ম্যাচটিই আজ রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হয়। গতকাল টস হেরে ব্যাটিংয়ে নামা একাডেমি ১৪.২ ওভারে চার উইকেটে ৩৫ রান করার পর বৃষ্টি শুরু হয়। ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। আজ ব্যাটিং শুরু করে আব্দুর রাজ্জাকের ঘূর্নিতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তাপস ঘোষ (০)। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা একাডেমিকে একশ’র আগে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচান নুরুজ্জামান। সর্বোচ্চ ৪২ রান করা নুরুজ্জামান শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। মেহেদি হাসানের ব্যাট থেকে আসে ২২ রান।

৯.২ ওভার বোলিং করে ২৮ রানে তিন উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। মাশরাফি বিন মর্তুজা ৭ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন দুটি উইকেট। শাহবাজ চৌহানও নেন দুই উইকেট। শরিফুল্লাহ, দেওয়ান সাব্বির ও তানভির হায়দার নেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ০৭ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।