ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিবা-রাত্রি টেস্টে প্রোটিয়াদের সম্মতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ৮, ২০১৬
দিবা-রাত্রি টেস্টে প্রোটিয়াদের সম্মতি ছবি:সংগৃহীত

ঢাকা: অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ নভেম্বরের দিবা-রাত্রি টেস্টটি খেলতে সম্মতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের শেষে প্রোটিয়াদের অজি সফরের তৃতীয় ম্যাচ এটি।

এ বছর দ.আফ্রিকা ছাড়াও ১৫ ডিসেম্বর ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে অজিদের আরও একটি দিবা-রাত্রির টেস্ট হওয়ার কথা রয়েছে।

 

গত কয়েক মাস ধরে প্রোটিয়াদের কয়েকজন ক্রিকেটার দিবা-রাত্রির টেস্টের বিরোধীতা করে ‍আসছিলো। তারা অভিযোগ জানান ফ্লাড লাইটের নিচে গোলাপি বলে অভ্যস্ত নয়। তবে অক্টোবরের সফরটিতে দলটি অ্যাডিলেড ওভালে লাইটের নিচে দুটি দিবা ম্যাচ খেলবে। আর তৃতীয় টেস্টে আগে দু’দিনের দিবা-রাত্রি ম্যাচ খেলবে।

দ.আফ্রিকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানান ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত। ‘আমাদের ক্রিকেটাররা অভিজ্ঞতা ছাড়া এমন ম্যাচে খেলতে চায়নি। তবে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের কিছুটা হলেও অভিজ্ঞ করে নিতে পারবো। ’

গত বছরের নভেম্বরে এই অ্যাডিলেডেই নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে অস্ট্রেলিয়া। ম্যাচটি দর্শক জনপ্রিয়তা পেয়েছিলো প্রচুর। তবে তিন দিনে টেস্টটি শেষ হয়ে যাওয়ায় ও গোলাপি বলে দেখতে সমস্যা হওয়ায় বেশ সমালোচনা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ০৮ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।