ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাদ পড়তে যাচ্ছেন আফ্রিদি-শেহজাদ-আকমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
বাদ পড়তে যাচ্ছেন আফ্রিদি-শেহজাদ-আকমল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: তাহলে কি বাতিলের খাতায় চলে গেলেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি! কেন্দ্রীয় চুক্তির পর এবার দল থেকেই বাদ পড়তে যাচ্ছেন তিনি। এমন খবর প্রকাশ করছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

ক’দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী বছরের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে। যেখানে জায়গা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের। এবার ছিটকে পড়তে যাচ্ছেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ম্যাচ থেকেও।

ইংলিশদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ পরেই পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে নির্বাচকরা। বোর্ডের একটি সূত্র জানায়, ফিটনেস না থাকার কারণে আফ্রিদিকে সেই স্কোয়াডে রাখা হবে না। তার সঙ্গে বাদ পড়তে যাচ্ছেন উমর আকমল এবং আহমেদ শেহজাদও।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে আর ৯৮ টি-টোয়েন্টি খেলা শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি ম্যাচে তার খেলার কথা ছিল। আফ্রিদির সঙ্গে বাদ পড়তে যাওয়া আহমেদ শেহজাদ ও উমর আকমলকে শৃঙ্খলা ভঙ্গের কারণে স্কোয়াডে রাখা হয়নি।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে আগামী ০৭ সেপ্টেম্বর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড-পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।