ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটার নয়, দর্শক বহিষ্কার তিন বছর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
ক্রিকেটার নয়, দর্শক বহিষ্কার তিন বছর ছবি:সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘন করার জন্য ক্রিকেটারদের শাস্তির ব্যবস্থা রয়েছে। আর ম্যাচ গড়াপেটার মতো বড় অপরাধের কারণে জেল-জরিমানা থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে বহিষ্কার হতে হয় খেলোয়াড়দের। এবার ঘটলো ভিন্ন কিছু, ক্রিকেটারকে বাজে মন্তব্য করায় তিন বছরের জন্য বহিষ্কার হলেন এক দর্শক।

ঢাকা: আচরণবিধি লঙ্ঘন করার জন্য ক্রিকেটারদের শাস্তির ব্যবস্থা রয়েছে। আর ম্যাচ গড়াপেটার মতো বড় অপরাধের কারণে জেল-জরিমানা থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে বহিষ্কার হতে হয় খেলোয়াড়দের।

এবার ঘটলো ভিন্ন কিছু, ক্রিকেটারকে বাজে মন্তব্য করায় তিন বছরের জন্য বহিষ্কার হলেন এক দর্শক।

ঘটনাটি হোবার্টে চলমান অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে। যেখানে প্রোটিয়া তারকা হাশিম আমলাকে বৈষম্যমূলক কোনো মন্তব্য করায় তাসমানিয়ার ২৪ বছর বয়সী এ দর্শককের প্রতি সমন জারি করা হয়।

এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানান, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট তাসমানিয়া হোবার্ট টেস্টে প্রথম দিনে এক সমর্থকের এমন আচরণ নিশ্চিত করেছে। আর তাসমানিয়া পুলিশ সিসিটিভি ফুটেজ দ্বারা তাকে শনাক্ত করেছে। সে আগামী তিন বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার যেকোনো ম্যাচে বষ্কিকারাদেশ পেল। ’

আরও বলা হয়, ‘অসামাজিক কার্যকলাপের ওপর ক্রিকেট অস্ট্রেলিয়া ‘জিরো-টলারেন্স’ উদ্দ্যোগ নিয়েছে। আমাদের সোজা কথা কেউ ‍যদি এমন আচরণ করে তবে তাকে বহিষ্কার করা হবে। এছাড়া আইনি ব্যবস্থাও নেওয়া হবে। ’

এদিকে ক্রিকেট সাউথ আফ্রিকা এমন খবরে হতাশা প্রকাশ করেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন অগ্রণী ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়েছে সফরকারী দলটি।

তিন ম্যাচে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০তে এগিয়ে আছে। আর চলমান টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।