ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ খেলার আশ্বাসেই কুমিল্লার নেটে শাহাদাত

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
ম্যাচ খেলার আশ্বাসেই কুমিল্লার নেটে শাহাদাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের চলতি আসরে দল পাননি পেসার শাহাদাত হোসেন রাজিব। ছিলেন না প্লেয়ার্স ড্রাফটে। অথচ কয়েকদিন ধরেই বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেটে বোলিং করতে দেখা যাচ্ছে এ ডানহাতি পেসারকে। তাহলে কী বিপিএল-ভাগ্য খুলতে যাচ্ছে শাহাদাতের?

মিরপুর থেকে: বিপিএলের চলতি আসরে দল পাননি পেসার শাহাদাত হোসেন রাজিব। ছিলেন না প্লেয়ার্স ড্রাফটে।

অথচ কয়েকদিন ধরেই বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেটে বোলিং করতে দেখা যাচ্ছে এ ডানহাতি পেসারকে। তাহলে কী বিপিএল-ভাগ্য খুলতে যাচ্ছে শাহাদাতের?

সম্ভাবনা উড়িয়ে দেননি শাহাদাত। বাংলানিউজকে এ ক্রিকেটার জানালেন, ‘মাশরাফি ভাই আশ্বাস দিয়েছেন তার টিমে খেলানোর। এজন্যই নেটে বল করে যাচ্ছি। খেলার আশা নিয়েই নিজেকে প্রস্তুত করছি। ’

রোববার (১৩ নভেম্বর) বিকেলে একাডেমি মাঠের নেটে দীর্ঘক্ষণ বোলিং করেন শাহাদাত। বোলিংয়ে ছন্দ পাচ্ছেন বলে জানান তিনি, ‘মনে হচ্ছে পুরণো ছন্দ ফিরে পাচ্ছি। জাতীয় লিগ থেকেই আসলে বোলিং ভালো হচ্ছে। ’

গৃহকর্মী নির্যাতনের মামলা থেকে গত ৬ নভেম্বর সস্ত্রীক অব্যাহতি পেয়েছেন শাহাদাত। বিসিবির কাছ থেকে তার আগেই পেয়েছেন ঘরোয়া লিগে খেলার অনুমতি। জামিনে থাকা অবস্থায় আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ও ঢাকা বিভাগের হয়ে খেলেন জাতীয় লিগের প্রথম তিন রাউন্ড।  

শাহাদাত সবশেষ গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। ঢাকায় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংসের শুরুতে নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলটি করতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন। ওই ইনজুরিই তাকে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে দেয়।

বিসিবির খরচে শাহাদাতের হাঁটুর অস্ত্রোপচার হয় অস্ট্রেলিয়ায়। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা অবস্থায় গৃহকর্মী নির্যাতনের মামলা হলে বেশ কিছু দিন পালিয়ে বেড়ান শাহাদাত। পরে নিজেই আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।