ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারের কারণ খুঁজে পাচ্ছেন না মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
হারের কারণ খুঁজে পাচ্ছেন না মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হারের মুখ দেখছে গত আসরের চ্যাম্পিয়ন দলটিকে। 

মিরপুর থেকে: হারের বৃত্ত থেকে বের হতে পারছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হারের মুখ দেখছে গত আসরের চ্যাম্পিয়ন দলটিকে।

 

রোববার (১৩ নভেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে খুলনা টাইটানসের দেয়া ১৪৫ রানের ছোট টার্গেট টপকাতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। ভালো শুরুর পরও ১৩১ রানে থেমে যায় কুমিল্লার ইনিংস।

টানা হারের কারণ খুঁজে পাচ্ছেন না কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘আজকের ম্যাচে হারার কোনো কারন নেই। দুপুরের ম্যাচের দুই ইনিংসেই বোঝা গিয়েছে আজকে উইকেট খুব ভালো। এই উইকেটে যদি জিততে না পারা যায়। আর কিভাবে ..। তারপরও আমরা শুরুটা ভালো পেয়েছি। তারপরও না পারাটা খুবই হতাশার। ’

‘আজকে আমরা অন্যদিনের চেয়ে ভালো শুরু করেছি। চার ওভারে ৩৮ রান যদি দেখেন ওখান থেকে ১৪৪ টপকানো কঠিন কিছু নয়। এই উ্কইটে খুব ভালোভাবে আটকে রেখেছিলাম। এ রান চেজ করা উচিত ছিল। ’-হতাশা নিয়ে বলেন মাশরাফি।
 
তিন ম্যাচে হারের পরও মাশরাফি মনে  করেন এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব, ‘আমার বিশ্বাস যে ঘুড়ে দাঁড়াতে পারলে মোমেন্টাম আসতে পারে। টি-টোয়েন্টি এটাই খেলা। আমাদের খেলোয়াড়দের দায়িত্ব বেশি নিতে হবে। বাড়তি সতর্কতা রাখতে হবে। আজকে যেমন উইকেট ছিল ব্যাটসম্যানরা বাড়তি দায়িত্ব নিলেই হয়ে যেত। ইতিবাচক থেকে এসে মাঠে খেলতে হবে। আসলে সব সময়ই একই রকম যাবে না। আমি এখনো ইতিবাচক, ছেলেদের নিয়ে। আমার বিশ্বাস তারা ঘুড়ে দাঁড়াবে। ’
 
আগামীকাল (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস।  

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।