ঢাকা: অস্ট্রেলিয়া ক্রিকেটের সোনালী সময় কি শেষই হতে চললো? না হলে ঘরের মাঠেই এভাবে অপদস্থ হয়! হোবার্টে সিরিজে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংস ও ৮০ রানের লজ্জার হার। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০তে সিরিজ পরাজয়।
অজিদের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানের পর কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে প্রোটিয়ারা ৩২৬ করে। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে গুটিয়ে গেলে সবই শেষ হয়ে যায় স্বাগতিকদের। অথচ আজ ম্যাচের চতুর্থ দিন হলেও দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।
দ.আফ্রিকার জন্য জয়টি সহজ করে দেন দুই পেসার কাইল অ্যাবোট ও কাগিসো রাবাদা। চতুর্থ দিন দু’জনেই সমান চারটি করে উইকেট তুলে নেন। কিন্তু তৃতীয় দিন শেষে ১২১ রানে দুটি উইকেট হারানো অস্ট্রেলিয়া ভালো কিছুর আশা জাগিয়েছিল।
চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া পেসারদের সুইং, গতি, বাউন্স সামলাতেই পারেনি অজিরা। ফলে মাত্র ২০ ওভারে ৩২ রান যোগ করতেই হারাতে হয়েছে শেষ আট উইকেট। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান উসমান খাজা শেষ পর্যন্ত ৬৪ করে আউট হন। অধিনায়ক স্মিথ করেন ৩১। এ দু’জন সহ আগের দিনে আউট হওয়া ডেভিড ওয়ার্নার (৪৫) ছাড়া দলের হয়ে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেনি।
দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটের পাশাপাশি মোট নয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কাইল অ্যাবোট।
কী হেসে-খেলেই না এবারের সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। অথচ অজি সফরের আগে অনেকটা ভীতই ছিল দলটি। কারণ অ্যাডিলেডে তৃতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। ফ্লাডলাইটের নিচে তাদের প্রথমবার খেলা। ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। আর প্রথম টেস্টেই ইনজুরিতে ছিটকে পড়েছেন সেরা পেসার ডেল স্টেইন।
এর আগে পার্থে প্রথম টেস্টে ১৭৭ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা পাঁচটি সাদা পোশাকের ম্যাচ হারলো দলটি। ২৪ নভেম্বর থেকে অ্যাডিলেডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৬
এমএমএস