ঢাকা: ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের পুরোটাই কেড়ে নেয় বৃষ্টি! দ্বিতীয় দিনে কলিন ডি গ্র্যান্ডহোমের বোলিং তোপের মুখে পড়ে র্যাংকিংয়ের দুইয়ে থাকা পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
এটি ছিল টেস্ট অধিনায়ক হিসেবে মিসবাহ উল হকের ৫০তম ম্যাচ। প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে এমন কৃতিত্ব দেখালেন মিসবাহ। মাইলফলকের ম্যাচে সর্বোচ্চ ৩১ রান আসে তার ব্যাট থেকে। দুই ওপেনার সামি আসলাম ১৯ ও আজহার আলী ১৫ রান করেন। এছাড়া বাবর অাজম ৭, ইউনিস খান ২, আসাদ শফিক ১৬, সরফরাজ আহমেদ ৭ রান করে আউট হন।
দুর্দান্ত পেস বোলিংয়ে একাই ছয়টি উইকেট দখল করেন গ্র্যান্ডহোম। দু’টি করে নেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে হ্যামিল্টনে ২০০০-০১ সালে একই ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১০৪ ও ১১৮ রানে অলআউট হয়েছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমআরএম