ঢাকা: বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও এখনো জয়ের দেখা নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে। টানা চার ম্যাচেই হার।
দু’দলের সামনেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই শুক্রবার (১৮ নভেম্বর) মাঠে নামছেন মাশরাফি ও তামিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টার ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে চিটাগং। সন্ধ্যা সোয়া ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা-চিটাগং ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু হয়। সাকিবের ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ রানে হেরে যায় স্বাগতিকরা। অপর ম্যাচে টানা তিন ম্যাচ জেতা বরিশাল বুলসকে ১২ রানে হারিয়ে জয়ের ধারায় ফেরে রংপুর রাইডার্স।
ম্যাচ জেতার বিকল্প দেখছেন না মাশরাফি। তার চোখে, একটা ম্যাচ জিতলেই দৃশ্যপট পাল্টে যেতে পারে। চট্টগ্রাম পর্ব দিয়ে স্বরূপে ফিরতে মরিয়া গতবারের শিরোপাধারীরা।
গতকাল দলের অনুশীলনের সময় কুমিল্লা দলপতি দৃঢ়কণ্ঠেই বলেন, ‘আমরা পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে আছি। আমাদের তাই আর আশা নেই বললেই চলে। ফলে আমাদের হারানোর কিছু নেই। তাই নির্ভার হয়ে খেললে ভালো কিছু আসতে পারে। একটা ম্যাচ জিতলে দৃশ্যপট পাল্টে যেতে পারে। এই একটা ম্যাচ জেতা দলকে তাঁতিয়ে দিতে পারে। ফলে পরবর্তী ম্যাচগুলোতে আমরা ভালো খেলে শুরুর ক্ষতি পুষিয়ে দিতে পারবো। ’
সাত দলের পয়েন্ট টেবিলে চার ম্যাচে জয়হীন কুমিল্লা তলানিতে অবস্থান করছে। এক জয়ে এক ম্যাচ বেশি খেলা চিটাগং ছয়ে। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা। চার ম্যাচে ৬ পয়েন্টে দুইয়ে রংপুর। সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যথাক্রমে তৃতীয় স্থানে এক ম্যাচ বেশি খেলা বরিশাল ও চার নম্বরে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স (৪ ম্যাচ)। পাঁচে তিন ম্যাচের দু’টিতে হারা রাজশাহী।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমআরএম