ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দোভাষী জাবেদ ওমর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
দোভাষী জাবেদ ওমর

মোহাম্মদ নবীর পর মোহাম্মদ শেহজাদ। শুক্রবারের (১৮ নভেম্বর) দুই ম্যাচ জয়ের দুই নায়ক। একইদিনে দুই আফগানের ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কৃতীত্ব। দিনশেষেও তাই এ দু’জনের নাম সবার মুখে মুখে।

চট্টগ্রাম: মোহাম্মদ নবীর পর মোহাম্মদ শেহজাদ। শুক্রবারের (১৮ নভেম্বর) দুই ম্যাচ জয়ের দুই নায়ক।

একইদিনে দুই আফগানের ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কৃতীত্ব। দিনশেষেও তাই এ দু’জনের নাম সবার মুখে মুখে।

কথা সেটি না। মূল কথা হলো, কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাত্রই উড়ে গেছে তার ৫১ রানের ইনিংসে। ম্যান অব দ্য ম্যাচ হয়ে মোহাম্মদ শেহজাদ তাই যথারীতি আসলেন প্রেস কনফারেন্সে। কিন্তু সঙ্গে রংপুর রাইডার্সের কোচ জাবেদ ওমর বেলিম কেনো?।

আজ কি তাহলে বাংলাদেশের সাবেক ওপেনারও কথা বলবেন? প্রেস কনফারেন্সে বলাবলি শুরু হয়ে গেছে। তা থামিয়ে শেহজাদের পাশে বসা জাবেদ ওমর সাংবাদিকদের বললেন, আপনারা বাংলা কিংবা ইংরেজিতে প্রশ্ন করুন, আমি উর্দুতে শেহজাদকে বুঝিয়ে আপনাদের তার বলা কথাগুলো বলবো।

মাঠে ব্যাট কথা বললেও শেহজাদের মুখ ইংলিশে একটু কম কথাই বলে। তাই কি আর করা। জাবেদ ওমর আজ দোভাষীর ভূমিকায়। পরবর্তী ১০ মিনিট তাই জাবেদ ওমর পালন করে গেলেন সেই দায়িত্ব। সাংবাদিকদের করা প্রশ্ন শেহজাদকে বুঝিয়ে দেওয়া, এরপর শেহজাদের বলা কথাগুলো পুনরায় সাংবাদিকদের বলে দিয়ে গেলেন একে একে।

শেহজাদ বলেন, 'আমরা আজ পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। যার ফলাফল পেয়েছি। বোলাররা ঠিক জায়গায় বল করেছেন। ফলে প্রতিপক্ষকে আমরা স্বল্প রানে আটকে দিতে পেরেছি। '

শুক্রবার দিনভর তো আফগান শো চললো? এমন কথায় যেনো আবেগ ঝরলো শেহজাদের কণ্ঠে।

বলতে থাকেন, আমার দলে আমি এবং নবী ছাড়াও আরও অনেকেই ভালো খেলেন। আমরাও সুযোগ পেলে দেখিয়ে দিতে পারি। এখানে নবী খেলছে আমি খেলছি, রশিদও খুব ভালো খেলছে।

প্রতি ম্যাচেই দুর্দান্ত কিপিংয়ের পাশাপাশি রানেও অবদান রেখে চলেছেন শেহজাদ। পরের ম্যাচগুলোতেও একই ধারা বজায় রাখতে চান আফগান এ উইকেটকিপার ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
টিএইচ/জেডএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।