ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে ক্রিকেটে ৩৪তম টাই দেখল বিশ্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ওয়ানডে ক্রিকেটে ৩৪তম টাই দেখল বিশ্ব ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচটি টাইয়ের মধ্যে শেষ হয়েছে। ক্যারিবীয়দের শেষ ওভারে চার রানের প্রয়োজন হলে ডোনাল্ড ট্রিপানোর অসাধারণ বোলিংয়ে তিন রান নিতে সমর্থ হয় জেসন হোল্ডাররা। ওডিআই ক্রিকেটের ৩৮০৬টি ম্যাচের মধ্যে এটি ৩৪তম টাই।

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচটি টাইয়ের মধ্যে শেষ হয়েছে। ক্যারিবীয়দের শেষ ওভারে চার রানের প্রয়োজন হলে ডোনাল্ড ট্রিপানোর অসাধারণ বোলিংয়ে তিন রান নিতে সমর্থ হয় জেসন হোল্ডাররা।

ওডিআই ক্রিকেটের ৩৮০৬টি ম্যাচের মধ্যে এটি ৩৪তম টাই।

হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রান করে। জবাবে শেষ বলে উইকেট হারিয়ে অষ্টম উইকেট পতনের মধ্যদিয়ে সমান রান করে ওয়েস্ট ইন্ডিজ।

২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিল ক্যারিবীয়রা। যেখানে ২২০ রানে তাদের মাত্র দুই উইকেটের পতন হয়। তবে এরপরেই ম্যাচে ফেরে স্বাগতিকরা। আর শেষ ওভারে রোমাঞ্চ জাগিয়েও জয় পেল না দলটি। দলের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরির দেখা পান শাহী হোপ, দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান করেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় জিম্বাবুয়ে। আট রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন আরভিন (৯২)। রাজা করেন ৭৭। ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান কার্লোস ব্র্যাথওয়েট।

ত্রি-দেশীয় সিরিজে দুই ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে ৫ পয়েন্ট শ্রীলঙ্কার আর দুই পয়েন্ট জিম্বাবুয়ের। ২১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।