ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩২ বছর পর অজি দলে ছয় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
৩২ বছর পর অজি দলে ছয় পরিবর্তন ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বড় ধরনের পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের জন্য মোট ছয় ক্রিকেটারকে দলে নিয়েছে অজিরা। সিরিজের প্রথম দুই টেস্টে বাজে হারের পরই দলের এমন পরিবর্তন।

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বড় ধরনের পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের জন্য মোট ছয় ক্রিকেটারকে দলে নিয়েছে অজিরা।

সিরিজের প্রথম দুই টেস্টে বাজে হারের পরই দলের এমন পরিবর্তন।

সর্বশেষ ৩২ বছর আগে ১৯৮৪ সালে ছয় পরিবর্তন এনেছিল ব্যাগি গ্রিনের দেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিবর্তন হয়েছিল তাদের।

এদিকে নতুন ছয় জনের মধ্যে অ্যাডিলেডে অভিষেক হয়ে যেতে পারে ব্যাটসম্যান ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব ও নিক ম্যাডিনসনের। আর বোলার হিসেবে চাঁদ সেয়ার্সকে বিশেষজ্ঞ হিসেবে নেওয়া হয়েছে। পাঁচ টেস্ট খেলা বোলার জ্যাকসন বার্ডও ফিরেছেন। এছাড়া ২০১৩ সালের পর ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড।

নতুন অন্তর্বর্তীকালীন নির্বাচক ট্রেভর হনসের নির্বাচনে প্রথম দুই টেস্টে বাজে পারফর্মের কারণে বাদ পড়েছেন জো বার্নস, অ্যাডাম ভোজেস, পিটার নেভিল ও জো মেনি। আর দ্বিতীয় টেস্টেই অভিষেক হওয়া কালাম ফার্গুসনও বাদের তালিকায় রয়েছেন।

দলে একমাত্র স্পিনার নাথান লিওনেরও পরিবর্তন হতো। প্রথম দুই টেস্টে বাজে খেলা এ ডানহাতি বেঁচে গেলেন স্টিভ ও’কিফের গোড়ালির ইনজুরির কারণে।

আগামী ২৪ নভেম্বর মুখোমুখি হবে দু’দল।

অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিনসন, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, নাথান লিয়ন, জ্যাকসন বার্ড, চাঁদ সেয়ার্স।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।