চট্টগ্রাম থেকে: চলমান বিপিএলের ২০তম ম্যাচে আগে ব্যাট করে খুলনা টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৫১ রান। মুশফিক-শাহরিয়ার নাফিসদের চতুর্থ জয় পেতে হলে এই স্কোর টপকে যেতে হবে।
রোববার (২০ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে সন্ধ্যা পৌনে ছয়টার মুখোমুখি হয় মুশফিকুর রহিমের বরিশাল বুলস আর মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। এবারের আসরে এ ম্যাচের মধ্যদিয়েই দু’দল প্রথমবার পরস্পরের মুখোমুখি হয়। ২০তম ম্যাচে মাঠের লড়াইয়ে নামার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল দলপতি মুশফিক।
টস হেরে খুলনার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন আন্দ্রে ফ্লেচার এবং হাসানুজ্জামান। তবে ইনিংসের পঞ্চম ওভারে তাইজুল ইসলাম ফিরিয়ে দেন খুলনার ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং হাসানুজ্জামানকে। ৪ রান করে আবু হায়দারের তালুবন্দি হন ফ্লেচার আর ১৯ বলে তিনটি চারের সাহায্যে ১৯ রান করে একই ফিল্ডারের হাতে ধরা পড়েন হাসানুজ্জামান। দলীয় ২৪ রানে দুই ওপেনারকে হারিয়ে ব্যাট করতে থাকে খুলনা।
দলকে টানতে থাকেন দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। তাইজুলের তৃতীয় শিকারে বিদায় নেন ৪৪ রান করা রিয়াদ। ২৬ বলে দুটি চার আর তিনটি ছক্কায় তিনি তার ইনিংসটি সাজান। দলীয় ৭৭ রানের মাথায় বিদায় নেন রিয়াদ। পরের ওভারেই রান আউট হয়ে ফেরেন শুভাগত হোম।
দলীয় ৭৮ রানে টপঅর্ডারের চার উইকেট তুলে নেয় বরিশাল। চার ব্যাটসম্যানের বিদায় নিলেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান রিকি ওয়েসেলস দলকে টানতে থাকেন। ইনিংসের ১৭তম ওভারে রায়াদ এমরিতের বলে বোল্ড হওয়ার আগে তিনি ২৯ বলে ৪০ রান করেন। তার ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কার মার। পরের ওভারে বিদায় নেন কেভিন কুপার। রুম্মনের বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হন তিনি। দলীয় ১২৯ রানের মাথায় খুলনা ষষ্ঠ উইকেট হারায়।
এরপরও দলকে টানতে থাকেন আরিফুল হক। ২২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তাইবুর রহমার করেন ১০ রান।
শেষ ম্যাচে খুলনা শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে ৯ রানে হারায়। অপরদিকে, বরিশাল নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছিল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনার অবস্থান তৃতীয়। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে দলটির সংগ্রহ আট পয়েন্ট। সমান ম্যাচে তিন জয় ও দুই হারে মুশফিকুর রহিমের বরিশাল ছয় পয়েন্ট সংগ্রহ করে রয়েছে চারে।
ছয় ম্যাচে চার জয় ও দুই হারে আট পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা। আর পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে সমান আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রংপুর। তবে এ ম্যাচ জিতলেই শীর্ষে জায়াগা করে নেবে খুলনা।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমআরপি