ঢাকা: এশিয়া কাপে অংশ নিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে নারী ক্রিকেট দল। স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডে থাকলেও অনুশীলন ম্যাচে ভালো করায় মূল দলে ডাক পেয়ে ব্যাংককগামী ফ্লাইট ধরছেন সানজিদা ইসলাম ও শায়লা শারমিন।
অনুশীলন ম্যাচে পারফরম্যান্স ভালো হওয়ায় কোচের নজরে পড়েন এ দুই ক্রিকেটার। কোচের মতামতকে প্রাধান্য দিয়েই দলে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নারী দলের নির্বাচক আতহার আলী খান। তিনি বাংলানিউজকে বলেন, “টিমে দু‘টি পরিবর্তন এসেছে। কম্বিনেশন নিয়ে আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি। বেস্ট পসিবল কম্বিনেশন কী হতে পারে সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখানে আমাদের কোচের মতামত প্রাধান্য পেয়েছে। ”
দুই ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত হওয়ায় অনুশীলন ক্যাম্প শুরুর আগে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার জান্নাতুল ফেরদৌস সুমনা ও ব্যাটসম্যান শারমিন সুলতানা। কাঁধের ইনজুরি কাটিয়ে ওঠায় দলে ফিরেছেন অলরাউন্ডার সালমা খাতুন।
আগামী ২৬ নভেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের আসরটি।
২৮ নভেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। পরের দিন (২৯ নভেম্বর) বাংলাদেশ খেলবে নেপালের সঙ্গে। ৩০ নভেম্বর পাকিস্তান, ০৩ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা।
৪ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও আসরে অংশ নেবে নেপাল ও স্বাগতিক থাইল্যান্ড।
এশিয়া কাপে ভালো করতে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের অধীনে প্রায় এক মাসের অনুশীলন ক্যাম্প করেছে নারী ক্রিকেট দল। মিরপুর একাডেমি মাঠ ও কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে হয়েছে রুমানা-জাহানারা-সালমাদের প্রস্তুতি।
প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারলে ফাইনাল খেলে দেশে ফিরবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন নারী দলের নতুন অধিনায়ক রুমানা আহমেদ। এশিয়া কাপে ভারতকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছে গোটা দলই। যদিও ভারতের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশের।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসকে/এইচএ/