ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দল নিয়ে ভাবছেন না আরাফাত সানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জাতীয় দল নিয়ে ভাবছেন না আরাফাত সানি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই মাস হলো আইসিসি’র বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটিয়েছেন টাইগার অফ স্পিনার আরাফাত সানি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন এনসিএলে। আর বিপিএলের এবারের মৌসুমে সানি খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। 

মিরপুর থেকে: দুই মাস হলো আইসিসি’র বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটিয়েছেন টাইগার অফ স্পিনার আরাফাত সানি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন এনসিএলে।

আর বিপিএলের এবারের মৌসুমে সানি খেলছেন রংপুর রাইডার্সের হয়ে।  

বিপিএলের এই আসরে রংপুরের হয়ে বল হাতে একবারেই খারাপ খেলছেন না এই টাইগার অফস্পিনার। ৬ ম্যাচ খেলে ইতোমধ্যেই তুলে নিয়েছেন ৭টি উইকেট। শুধু তাই নয়, গেল ১০ নভেম্বর খুলনা টাইটানসের বিপক্ষে ২.৪ ওভার বল করে কোনো রান না দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে সেরা ইকোনোমি রেটের রেকর্ডটি নিজের করে নিয়েছেন।

এমন পারফরমেন্সে আশাই করা যায়, খুব শিগগিরই বুঝি জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সানি। তবে, জাতীয় দল নিয়ে আরাফাত সানি এখন কিছুই ভাবছেন না। বরং ভাবছেন নিজের সেরা ক্রিকেট খেলাটি নিয়ে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে জাতীয় দলে খেলা নিয়ে এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন এই রংপুর স্পিনার, ‘এখন আমি জাতীয় দল নিয়ে চিন্তা করছি না। আমার কাজ হচ্ছে ক্রিকেটটা খেলা। ক্রিকেটটা আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি। আর যেখানেই খেলি না কেন, মন দিয়ে খেলার চেষ্টা করি। শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি। সেটা প্রিমিয়ার লিগ হোক, বিপিএল হোক বা প্রথম শ্রেণির ম্যাচ হোক। নতুন আর পুরান বলে কোনো কথা নেই। ক্রিকেট খেলতে হলে নতুন আর পুরান যাই হোক বোলিং করতেই হবে। দিনশেষে কথা হচ্ছে পারফরম্যান্স। যাই করি না কেন, পারফরম্যান্স ভালো করলে আমরা ভালো করবো। ’
 
নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে এসময় সানি আরও বলেন, ‘সাম্প্রতিক সাফল্য আসলে কিছু না, আমি সবসময়ই চেষ্টা করি ভালো খেলার জন্য। সবার দোয়ায় আমার পারফরম্যান্স ভালো হচ্ছে। আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি কিভাবে কি করবো। ’
 
বিপিএলের এবারের আসরে এই পর্যন্ত ছয় ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সানির রংপুর রাইডার্স। টুর্নামেন্টে দলটির বাকি আছ আরও ছ’টি ম্যাচ। তবে শিরোপা জয়ের দৌড়ে থাকতে বাদবাকি ম্যাচগুলোতে কম ভুলের উপরে গুরুত্বারোপ করলেন সানি।  

‘আমরা এখন পর্যন্ত শীর্ষে আছি, তবে আমাদের কিন্তু এখনও অনেক ম্যাচ বাকি আছে। পয়েন্ট টেবিলে কে, কোথায় থাকবে তা শেষ না হওয়া পর্যন্ত বলা অনেক কঠিন। আর টি-টোয়েন্টিতে ছোট দল-বড় দল বলে কথা নেই। তাই যে যত কম ভুল করবে তাদেরই জয়ের সম্ভবনা বেশি থাকবে। ’ যোগ করেন সানি।
 
নিজের পরিবর্তিত বোলিং অ্যাকশন নিয়ে সানি জানান, ‘একটু অ্যাকশন বদলেছে। আগে আমার বল গ্রিপ করতো না, স্কিড করতো বেশি আর পেস ভেরিয়েশন একটু কঠিন হতো। এখন আমি দুইটাই করতে পারি। আমার বল গ্রিপও করছে, টার্নও করছে, বাউন্স করছে। ’

শুক্রবার (২৫ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের মোকাবেলা করবে রংপুর রাইডার্স।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।