ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদিহীন রংপুর, মুশফিকের সামনে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আফ্রিদিহীন রংপুর, মুশফিকের সামনে মাহমুদউল্লাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

চট্টগ্রাম পর্ব শেষে দু’দিন বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকা দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে আফ্রিদিহীন রংপুর রাইডার্স। সন্ধ্যার ম্যাচে মুশফিকের বরিশাল বুলসের সামনে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স।

ঢাকা: চট্টগ্রাম পর্ব শেষে দু’দিন বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকা দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে আফ্রিদিহীন রংপুর রাইডার্স।

সন্ধ্যার ম্যাচে মুশফিকের বরিশাল বুলসের সামনে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টায় রংপুর-রাজশাহী ও সন্ধ্যা সোয়া ৬টায় বরিশাল-খুলনা ম্যাচটি শুরু হবে।

নিজের নামে স্টেডিয়াম উদ্বোধনের জন্য দেশে ফিরে যাওয়ায় এ ম্যাচে পাকিস্তান তারকাকে পাচ্ছে না পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর। তবে পরবর্তী ম্যাচেই ক্রিস গেইলের মুখোমুখি হতে পারেন শহীদ আফ্রিদি। সব ঠিক থাকলে চিটাগং ভাইকিংসের জার্সি গায়ে জড়াবেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। রোববার (২৭ নভেম্বর) রংপুর-চিটাগং ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে বরিশাল ও খুলনা। মুশফিকদের সামনে প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জও বটে! গত ২০ নভেম্বরের ম্যাচটিতে খুলনার কাছে ২২ রানে হেরে যায় তারা। বলা ‍বাহুল্য, চট্টগ্রাম পর্বে তিন ম্যাচেই জয়হীন থাকে বরিশাল।

অন্যদিকে, রংপুর ও রাজশাহী প্রথমবার একে অপরের বিপক্ষে ‍মাঠে নামছে। নিজেদের সবশেষ ম্যাচে দু’দলই দুর্দান্ত জয়ে চট্টগাম পর্ব শেষ করেছে। গত ২১ নভেম্বর  সাকিবের ঢাকা ডায়নামাইটসকে তিন উইকেটে রাজশাহী ও পরদিন মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সকে সাত উইকেটে হারায় নাঈম-সৌম্যর রংপুর।

এর আগে ঢাকা পর্ব-১ এ ১৩টি ম্যাচ হয়েছিল। এবার টুর্নামেন্টের বাকি সব ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ৯ ডিসেম্বর।

চট্টগ্রামে ছয় দিনে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় তুলে নেয় তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। ঘরের মাঠে প্রথম দিনে (১৭ নভেম্বর) ঢাকার কাছে হেরে গেলেও দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

সাত দলের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রংপুরের সংগ্রহ ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০। রান রেটে পিছিয়ে থাকায় সমান পয়েন্টে দুইয়ে এক ম্যাচ কম খেলা খুলনা। সাত ম্যাচে ৮ পয়েন্টে তিনে ঢাকা। সমান পয়েন্টে চতুর্থ স্থানে চিটাগং (আট ম্যাচ)।

সাত ম্যাচ খেলে পাঁচ নম্বরে বরিশাল (৬)। সমান ম্যাচে মাত্র এক জয়ে তলানিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে স্যামি-সাব্বিরের রাজশাহী।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।