ঢাকা: বাবর আজমের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালোই লড়াই করলো পাকিস্তান। তবে অপরাজিত থেকেও শেষ পর্যন্ত অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন তিনি।
হ্যামিল্টনে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন প্রথম থেকেই ছিল বৃষ্টি বাধা। পুরো দিনে খেলা হলো মাত্র ৩৮.১ ওভার। আর কিউইরা নিদেজের দ্বিতীয় ইনিংসে নেমে আবারও এই বাধায় পড়ে। ফলে খেলতে পেরেছে মাত্র এক বল। দিন শেষে ৫৫ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
৭৬ রানে পাঁচ উইকেট হারানো পাকিস্তান তৃতীয় দিন দারুণভাবে ঘুরে দাঁড়ায়। সরফরাজ আহমেদের পর সোহেল খানের সঙ্গে ছোট ছোট দুটি জুটি গড়ে দলকে টেনে নেন বাবর। শেষ পর্যন্ত তিনি ৯০ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ ছয়টি উইকেট তুলে নেন টিম সাউদি।
কিউইরা নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রান করেছিল। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে রয়েছে কেন উইলিয়ামসনের দল।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৬
এমএমএস