মিরপুর থেকে: বিপিএলের এই আসরে এতদিন যেই দৃশ্য দেখা যায়নি, আজ তার দেখা মিললো। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারিতে লাল-সবুজ রংয়ের জার্সি জড়িয়ে রোববার (২৭ নভেম্বর) ম্যাচ দেখতে এসেছেন এক দল সমর্থক।
নিজ নিজ আসনে বসে তারা ‘ঢাকা! ঢাকা!’ চিৎকারে কাঁপিয়ে তুলছেন গোটা স্টেডিয়াম। বুঝতে দেরি হলো না ওরা সবাই ঢাকা ডায়নামাইটসের সমর্থক। উৎসাহ নিয়ে গিয়ে হাজির হলাম সেই পূর্ব দিকের গ্যালারিতে।
গিয়ে জিজ্ঞেস করতেই সৌরভ নামের একজন বললেন, ‘বাংলাদেশের পতাকা তৈরি করতে চেয়েছিলাম। পতাকার রং নিয়ে আমাদের গ্যালারিতে আসার ইচ্ছে ছিল। তাই এভাবে এসেছি। ’
তার সাথে কথোপকথন শেষ না হতেই পাশ থেকে আরেকজন বলে উঠলেন, ‘আমরা দোহার থেকে এসেছি। ঢাকা ডায়নামাইটস আজকের ম্যাচ জিতবে তাই পুরস্কার হিসেবে তাদের জন্য এই পতাকা বানিয়েছি। এটা তাদের জয়ের পুরস্কার। ’
কীভাবে বুঝলেন ঢাকাই এই ম্যাচ জিতবে? ‘বরিশাল মাত্র ১৩২ রান করেছে। আমাদের ঢাকার যে এক একটা ব্যাটসম্যান আছে তাতে এই ম্যাচ জেতা কোনো ব্যাপারই না। ’ বললেন আরেক সমর্থক।
উল্লেখ করার মতো ব্যাপার হলো, শরীরে লাল-সবুজ রংয়ের জার্সি পড়ে বাংলাদেশের পতাকার রং ধারণ করে আসা এই সমর্থকেরা মনে করছেন ঢাকা এই আসরের চ্যাম্পিয়ন হবে। আর এই ক্ষেত্রে তারা সব চাইতে বেশি এগিয়ে রাখছেন সাকিব আল হাসানের নেতৃত্বকে। ‘অধিনায়ক হিসেবে আমোদের সাকিব আছে, এটাই সবচাইতে বড় ব্যাপার। তাছাড়া মেহেদি মারুফ, সাঙ্গাকারা ও নাসির হোসেনতো আছেই। ঢাকাকে এবার কেউ ঠেকাতে পারবে না। ’
তাই যদি হয়, তাহলে তো বিপিএলে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকার তৃতীয় শিরোপাটি এই আসরেই ঘরে তোলা হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস