ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে তামিমের অনন্য মাইলফলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
টি-টোয়েন্টিতে তামিমের অনন্য মাইলফলক তামিম ইকবাল-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৩৫০০ রান করলেন এ ড্যাশিং ওপেনার। আর বিশ্বব্যাপী ৬৬তম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়লেন তামিম।

ঢাকা: অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৩৫০০ রান করলেন এ ড্যাশিং ওপেনার।

আর বিশ্বব্যাপী ৬৬তম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়লেন তামিম।

রোববার বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে তামিমের নেতৃত্বে চিটাগং ভাইকিংস। ১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামার সময় টাইগার এ ওপেনারের টি-২০’তে রান ছিল ৩৪৫২। পরে দুর্দান্ত এক হাফসেঞ্চুরিতে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেন তিনি।

ভাইকিংসের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তামিমের সঙ্গে নামেন গেইল। যেখানে তামিম ৪৮ বলে ৬২ রানে অপরাজিত থেকে তুলে নেন ক্যারিয়ারের ২৩তম হাফসেঞ্চুরি। নয়টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসের পর হন ম্যাচ সেরা। তার দলও জয় পায় নয় উইকেটে বিশাল ব্যবধানে। গেইলের ব্যাট থেকে আসে ৪০ রান।

টি-২০’তে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে (১২৭ ইনিংস) ৩০.২৯ গড়ে ৩৫১৪ রান করেছেন তামিম। যেখানে ২৩টি হাফসেঞ্চুরির পাশাপাশি দুটি সেঞ্চুরি রয়েছে তার।

টি-২০’তে বাংলাদেশের শীর্ষ পাঁচ রান সংগ্রহকারী:

তামিম ইকবাল ১২৮ ম্যাচে ৩৫১৪ রান
সাকিব আল হাসান ২১৮ ম্যাচে ৩৪৪৯ রান
মুশফিকুর রহিম ১২১ ম্যাচে ২২৮২ রান
মাহমুদুল্লাহ রিয়াদ ১২২ ম্যাচে ২০২৪ রান
সাব্বির রহমান ৯১ ম্যাচে ১৯৭৪ রান

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।