ঢাকা: ইনজুরির কারণে ধীরে ধীরে ভারতীয় দলের ক্রিকেটারদের তালিকা বড়ই হচ্ছে। আর এবার ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হলো তরুণ অলরাউন্ডার হার্দিক পান্ডেকে।
দলের অন্য দুই ক্রিকেটার লোকেশ রাহুল ও উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহাও ইনজুরিতে ভুগছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে চতুর্থ টেস্টের আগে তাদের আরও একবার বিবেচনা করবে। যেখানে মুম্বাই টেস্টটি শুরু হবে ৮ ডিসেম্বর থেকে।
ওপেনার ব্যাটসম্যান রাহুল এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি। কানপুর টেস্টে তিনি হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন।
ঘরের মাঠে টানা ১৩টি টেস্ট মৌসুম শুরু হওয়ার পর ইনজুরিতে দলের তালিকা দীর্ঘই হচ্ছে। সর্বপ্রথম এ তালিকায় যোগ দেন পেসার ইশান্ত শর্মা। পরে রাহুলের সঙ্গে আঙ্গুলের ইনজুরিতে পড়েন আরেক ওপেনার শিখর ধাওয়ান। তবে পেসার ভুবেনশ্বর কুমার কাঁধের চোটে পড়লেও দলে আবারও ফিরে আসেন।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৬
এমএমএস