ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুবরাজের বিয়েতে থাকবেন না তার বাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
যুবরাজের বিয়েতে থাকবেন না তার বাবা ছবি: সংগৃহীত

ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং ছেলের বিয়েতে থাকছেন না। আগামী ৩০ নভেম্বর চণ্ডীগড়ে সাতপাকে বাঁধা পড়বেন যুবরাজ সিং এবং তার বান্ধবী হেজেল কেচ।

ঢাকা: ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং ছেলের বিয়েতে থাকছেন না। আগামী ৩০ নভেম্বর চণ্ডীগড়ে সাতপাকে বাঁধা পড়বেন যুবরাজ সিং এবং তার বান্ধবী হেজেল কেচ।

যুবরাজের বিয়েতে উপস্থিত থাকার কথা ভারতের সব তারকা ক্রিকেটারদের। হেজেল কেচ মডেলিং আর অভিনয়ের সঙ্গে জড়িত থাকায় বিয়েতে উপস্থিত থাকার কথা বলিউডের তারকাদের। কিন্তু যুবরাজের বাবা থাকবেন না সেই অনুষ্ঠানে।

যোগরাজ সিং কেন থাকবেন না- জানিয়েছেন নিজেই। যুবরাজের বাবা জানান, ‘আমার ছেলের বিয়ে হবে ঐতিহ্যের সঙ্গে। সেখানে কী পদ্ধতিতে বিয়ে হবে যুবরাজ ও হেজেলের? পাঞ্জাবের এই বিয়েতে উপস্থিত থাকবেন ধর্মীয় গুরুরা। তারা সেখানে থাকায় আমি থাকতে চাই না। কারণ, আমি তাদের বিশ্বাস করি না। ’

যুবরাজের বাবা আরও জানান, ‘এটা আমার দুর্ভাগ্য যে ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারছি না। । আমি যুবরাজের মা-কে বলেছিলাম, কোনো ডেরা বা ধর্মীয় গুরুর সাহায্যে বিয়ে হলে আমি থাকতে পারব না। কারণ, আমি নিজ ধর্ম আর ঈশ্বরে বিশ্বাস করি। কোনো ধর্মীয় গুরুকে বিশ্বাস করি না৷ তাই আমার পক্ষে সেখানে উপস্থিত থাকা সম্ভব নয়৷’

বিয়েতে উপস্থিত না থাকলেও যুবরাজের মেহেদি অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন যোগরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মেহেদি অনুষ্ঠানে ছেলের পাশেই থাকবো। হোটেল লালিতে যুবরাজের মেহেদি অনুষ্ঠান হবে আগামী ২৯ নভেম্বর। এরমধ্যেই আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে সম্মানিত অতিথিদের। আমন্ত্রণপত্রে আমার নামও রয়েছে। আমার ছেলে চায় আমি যেন অন্তত সেই অনু্ষ্ঠানে উপস্থিত থাকি। ’

যোগরাজ আরও জানান, ’৩০ নভেম্বর ধর্মীয় গুরুদের উপস্থিতিতে যুবরাজের বিয়ে হলেও পরে আরও একবার তাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী আগামী ০২ ডিসেম্বর গোয়াতে যুবরাজের বিয়ে অনুষ্ঠিত হবে। যেহেতু হেজেলের মা হিন্দু ধর্মে বিশ্বাসী। এরপর আগামী ০৫ ও ০৭ ডিসেম্বর তারা দিল্লিতে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।