মিরপুর থেকে: বিপিএলে খুলনা টাইটানসের পেসার কেভিন কুপারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১২ নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে ত্রিনিদাদের এই ক্রিকেটারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বোলার প্রশ্নবিদ্ধ হলে দুই সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক অ্যাসিসমেন্ট থাকে। বিপিএল ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে এমন বাধ্যবাধকতা না থাকায় অ্যাকশনে পরিবর্তন না এনেই বোলিং করতে পারবেন কুপার। সে সুযোগেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষে কুপার ও তার দল খুলনা টাইটানস।
দলটির ক্রিকেটার অলোক কাপালি এমন আভাসই দিয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে দলীয় অনুশীলনের পর এ অলরাউন্ডার জানান, ‘টুর্নামেন্টের পর কুপারের বোলিং অ্যাকশনের পরীক্ষা আছে। আমার মনে হয় টুর্নামেন্টের মধ্যে হয়তোবা অ্যাকশন পরিবর্তন করবে না। কুপার ভালো বোঝে, অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। আসলে এটা নিয়ে আমরাও চিন্তা করছি না। সে নিজেও চিন্তা করছে না। ’
‘বোলিং নিয়ে অভিযোগ অনেকবার তো হয়েছেই। সুনীল নারাইনের ব্যাপারে হয়েছে। অনেক প্লেয়ারের সাথেই হয়েছে। এটা নিয়ে আসলে কিছু বলার নেই। তারা পেশাদার ক্রিকেটার, এটা নিয়ে চিন্তা করবে না। ’-যোগ করেন কাপালি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে লাহোর কালান্দারসের এ বোলারের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। প্রথমবার অভিযোগ ওঠে ২০১১ সালের ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগে (সিপিএল), পরেরবার ২০১৪ সালের আইপিএলে। এবার বিপিএলেও অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো।
বিসিবি সূত্রে জানা গেছে, কুপারের প্রশ্নবিদ্ধ অ্যাকশনের ব্যাপারটি ওয়েস্ট ইন্ডিজের বোর্ডকে জানানো হয়েছে। বিপিএল আইনে অভিযুক্ত বোলারদের কেউ দ্বিতীয়বার অভিযুক্ত হলে তাকে খেলানোর ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে এমন একটি আইন করার ব্যাপারে ভাবছে বিপিএল টেকনিক্যাল কমিটি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি