ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাইলফলক ছোঁয়ার সামনে সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
মাইলফলক ছোঁয়ার সামনে সাব্বির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং সেনসেশন সাব্বির রহমান। নিজেকের নতুন উচ্চতায় তুলে ধরার সামনে দাঁড়িয়ে এ ডানহাতি ‘হার্ডহিটার’। আর মাত্র ২৬ রান করলেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে দুই হাজারি রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি।

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং সেনসেশন সাব্বির রহমান। নিজেকের নতুন উচ্চতায় তুলে ধরার সামনে দাঁড়িয়ে এ ডানহাতি ‘হার্ডহিটার’।

আর মাত্র ২৬ রান করলেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে দুই হাজারি রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি।

বিপিএলে সোমবারের (২৮ নভেম্বর) ম্যাচেই থাকছে এমন অর্জনের হাতছানি! ৩১তম ম্যাচটিতে রংপুরের মুখোমুখি হবে স্যামি-সাব্বিরের রাজশাহী কিংস। সন্ধ্যা পৌনে ৬টায় ম্যাচটি শুরু হবে।

রংপুর ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে সাব্বিরের সামনে। অর্ধশতক হাঁকালেই ছুঁয়ে ফেলবেন মাহমুদউল্লাহকে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানস্কোরার তামিম ইকবাল। সবশেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ৬২ রানের অপরাজিত ইনিংসে সাড়ে তিন হাজার রানের অভিজাত ক্লাবে নাম লেখান চিটাগং ভাইকিংস অধিনায়ক।

এখন পর্যন্ত ৯১টি টি-টোয়েন্টি ম্যাচে (আন্তর্জাতিক ও ঘরোয়া) ১৯৭৪ রান করেছেন সাব্বির। ১০টি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরির মালিক ২৫ বছর বয়সী এ টপঅর্ডার ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ১২৪.৬২।

সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানস্কোরিং রেকর্ডে ক্রিস গেইলের একচ্ছত্র আধিপত্য। তার ধারেকাছেও কেউ নেই। ২৭৩ ম্যাচ শেষে ৯৭০৮ রান করেছেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। শতক হাঁকিয়েছেন ১৮ বার। স্ট্রাইক রেট ১৫০.৬৭। এ তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক অস্ট্রেলিয়ান তারকা ব্র্যাড হজ (২৬২ ম্যাচে ৭০৫২)।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ পাঁচ রান সংগ্রহকারী:

তামিম ইকবাল ১২৮ ম্যাচে ৩৫১৪ রান
সাকিব আল হাসান ২১৮ ম্যাচে ৩৪৪৯
মুশফিকুর রহিম ১২১ ম্যাচে ২২৮২
মাহমুদুল্লাহ রিয়াদ ১২২ ম্যাচে ২০২৪
সাব্বির রহমান ৯১ ম্যাচে ১৯৭৪

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।