ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং সেনসেশন সাব্বির রহমান। নিজেকের নতুন উচ্চতায় তুলে ধরার সামনে দাঁড়িয়ে এ ডানহাতি ‘হার্ডহিটার’।
বিপিএলে সোমবারের (২৮ নভেম্বর) ম্যাচেই থাকছে এমন অর্জনের হাতছানি! ৩১তম ম্যাচটিতে রংপুরের মুখোমুখি হবে স্যামি-সাব্বিরের রাজশাহী কিংস। সন্ধ্যা পৌনে ৬টায় ম্যাচটি শুরু হবে।
রংপুর ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে সাব্বিরের সামনে। অর্ধশতক হাঁকালেই ছুঁয়ে ফেলবেন মাহমুদউল্লাহকে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানস্কোরার তামিম ইকবাল। সবশেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ৬২ রানের অপরাজিত ইনিংসে সাড়ে তিন হাজার রানের অভিজাত ক্লাবে নাম লেখান চিটাগং ভাইকিংস অধিনায়ক।
এখন পর্যন্ত ৯১টি টি-টোয়েন্টি ম্যাচে (আন্তর্জাতিক ও ঘরোয়া) ১৯৭৪ রান করেছেন সাব্বির। ১০টি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরির মালিক ২৫ বছর বয়সী এ টপঅর্ডার ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ১২৪.৬২।
সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানস্কোরিং রেকর্ডে ক্রিস গেইলের একচ্ছত্র আধিপত্য। তার ধারেকাছেও কেউ নেই। ২৭৩ ম্যাচ শেষে ৯৭০৮ রান করেছেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। শতক হাঁকিয়েছেন ১৮ বার। স্ট্রাইক রেট ১৫০.৬৭। এ তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক অস্ট্রেলিয়ান তারকা ব্র্যাড হজ (২৬২ ম্যাচে ৭০৫২)।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ পাঁচ রান সংগ্রহকারী:
তামিম ইকবাল ১২৮ ম্যাচে ৩৫১৪ রান
সাকিব আল হাসান ২১৮ ম্যাচে ৩৪৪৯
মুশফিকুর রহিম ১২১ ম্যাচে ২২৮২
মাহমুদুল্লাহ রিয়াদ ১২২ ম্যাচে ২০২৪
সাব্বির রহমান ৯১ ম্যাচে ১৯৭৪
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমআরএম