ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উদ্বোধনী দিনে জয় পেয়েছে ইউল্যাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
উদ্বোধনী দিনে জয় পেয়েছে ইউল্যাব ছবি: সংগৃহীত

দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) বনাম ব্র্যাক ইউনিভার্সিটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়।

উদ্বোধনী ম্যাচে ৯১ রানের জয় তুলে নেয় ইউল্যাব। ম্যাচ সেরা হন বিজয়ী দলের আঞ্জুম আহমেদ জেসি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। এ সময় ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য জুদিথা ওলমাখার, ট্রেজারার মিলান কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার প্রফেসর আখতার আহমেদ সহ শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
 
টস জিতে ইউল্যাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইউল্যাব তিন উইকেট হারিয়ে ২০৬ রান করে। দলের পক্ষে মোঃ হাসানুজ্জামান ২৯ বলে ৫৯ রান করেন এবং আঞ্জুম আহমেদ জেসি ৪০ বলে অপরাজিত ৫৯ রান করেন।

জবাবে ব্র্যাক ইউনিভার্সিটি ১৯.৫ ওভারে মাত্র ১১৫ রান করে। ব্র্যাক ইউনিভার্সিটির নাফিস দলের পক্ষে ৪২ বলে ৩৯ রান করেন।

.বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর মুখোমুখি হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং দুপুর দেড়টায় ইস্টার্ন ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটির মুখোমুখি হবে।
     
এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করছে ১২টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ,  গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।