শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেএসপির ৩ নম্বর মাঠে কাকরাইল বয়েজের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ফারুক। শেষের দুটি উইকেটও নেন এ বোলার।
ফারুকের ঘূর্ণিতে ২৫ ওভার খেলে ১৬৫ রানে অলআউট হয় টস জিতে আগে ব্যাট করা কাকরাইল বয়েজ। ৭ উইকেট তুলে নিতে ১০ ওভারে ৪৪ রান খরচ করেন ফারুক।
সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শেখ জামাল। উমর ফারুক রাফিন করেন সর্বোচ্চ ৮১ রান।
সর্বোচ্চ তিনটি উইকেট নেন টিপু সুলতান।
এদিকে দিনের অপর ম্যাচগুলোতে অগ্রনী ব্যাংক, উদয়াচল, বাংলাদেশ বয়েজ ও রুপগঞ্জ টাইগার্স জয় পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি