ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে ফিরছেন গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
বাঁচা-মরার ম্যাচে ফিরছেন গাপটিল মার্টিন গাপটিল (বামে)/ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের সামনে জয়ের বিকল্প নেই। কিউইদের জন্য স্বস্তির খবর, হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে প্রায় এক মাস পর ফিরছেন ওপেনার মার্টিন গাপটিল। ইতোমধ্যেই চতুর্থ ওয়ানডের দল ঘোষণা করা হয়েছে।

গাপটিলের পাশাপাশি ১৫ সদস্যের স্কোয়াডে আছেন জিতান প্যাটেল। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে খেলেছিলেন ৩৬ বছর বয়সী এ অফস্পিনার।

বাদ পড়েছেন পেসার ম্যাট হেনরি।

পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে প্রোটিয়ারা। হ্যামিল্টনে ব্ল্যাক ক্যাপসদের সামনে বাঁচা-মরার লড়াই অপেক্ষা করছে! বুধবার (১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এ ম্যাচের পর পঞ্চম ও শেষ ওয়াডের দল ঘোষণা করা হবে।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, নেইল ব্রম, টম ল্যাথাম, রস টেইলর, জিমি নিশাম, লুক রনকি, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্র্যান্ডহোম, জিতান প্যাটেল, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ইশ শোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।