ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞার বিপরীতে রাসেলের আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
নিষেধাজ্ঞার বিপরীতে রাসেলের আপিল আন্দ্রে রাসেল-ছবি:সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এর আগে ডোপিং ও আচরণবিধি ভঙ্গের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেনে এ ক্যারিবীয় তারকা।

এ তারকার রক্তে ডোপের অস্তিত্ব আছে, এমন তথ্যের ভিত্তিতে ২০১৫ সালে তাকে ডোপ পরীক্ষা দেয়ার জন্য ডাকা হয়েছিল।

একবার, দু’বার নয় তিনবার।

কিন্তু একবারের জন্যও তিনি পরীক্ষা দিতে হাজির হননি। বিষয়টি আমলে নিয়ে গত বছরের মার্চে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে জ্যামাইকা ডোপ বিরোধী কমিশন।

অভিযোগ গঠনের পরে তার কাছে জানতে চাওয়া হয় তিনি কেন ডোপ পরীক্ষা দিতে আসেননি। কমিশনের এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি রাসেল। আন্তর্জাতিক ডোপ বিরোধী এজেন্সির নিয়মানুযায়ী এমন অপারগতা ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার শামিল।  

তারই পরিপ্রেক্ষিতে আন্দ্রে রাসেলের এমন শাস্তি ঘোষণা করা হয়। রাসেলের এই শাস্তি কার্যকর করা হয়েছে ২০১৭ সালের ৩১ জানুয়ারি থেকে যা বলবত থাকবে ২০১৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।