ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কার জেতেন মালিক। দু’দলের চোখ এবার তিন ম্যাচের টেস্ট সিরিজে।
অধিনায়ক সরফরাজ আহমেদের (২৪ অপ.) সঙ্গে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন মালিক। তার ১০১ রানের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছক্কার মার। মোহাম্মদ হাফিজের সঙ্গে চতুর্থ উইকেট পার্টনারশিপে জয়ের ভিত গড়ে দেন। দু’জন মিলে স্কোরবোর্ডে ১১৩ রান তোলেন। ১৯ রানের জন্য শতক বঞ্চিত হন হাফিজ।
শ্যানন গ্যাব্রিয়েল দু’টি ও একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, আন্দ্রে নার্স।
এর আগে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। আমির-ইমাদ ওয়াসিমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় স্বাগতিকরা। ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩৩। সর্বোচ্চ ৭১ রান করেন শাই হোপ। জ্যাসন মোহাম্মদের ব্যাট থেকে আসে ৫৯।
মোহাম্মদ আমির, জুনায়েদ খান ও শাদাব খান দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন হাসান আলী ও ইমাদ ওয়াসিম।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এমআরএম