ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুবেল-সৌম্য-সাব্বিরদের বিপক্ষে আশরাফুলদের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
রুবেল-সৌম্য-সাব্বিরদের বিপক্ষে আশরাফুলদের হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডে জয় নিয়ে শুরু করলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টাইগার পেসার রুবেল হোসেনের দুর্দান্ত বোলিং আর দিল্লির টপঅর্ডার ব্যাটসম্যান উন্মুখ চাঁদের দারুণ ব্যাটিংয়ে মোহাম্মদ আশরাফুলের কলবাগান ক্রিড়া চক্রকে ৫ উইকেটে হারিয়েছে সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদি মারুফদের প্রাইম ব্যাংক।

আগে ব্যাট করতে নামা কলাবাগানকে একাই গুঁড়িয়ে দেন রুবেল হোসেন। বিকেএসপির চার নম্বর মাঠে রুবেল হোসেনের গতির ঝড়ে কলাবাগান ৪৬.২ ওভারে অলআউট হওয়ার আগে তোলে মাত্র ১৮৪ রান।

রুবেল একাই তুলে নেন ৬টি উইকেট। ৮.২ ওভারে দুই মেডেনে ২১ রান খরচ করেন তিনি। সৌম্য সরকার দুটি আর আল আমিন একটি করে উইকেট তুলে নেন।

কলাবাগানের দলপতি ও ওপেনার মোহাম্মদ আশরাফুল ৬ রানে বিদায় নেন। হ্যামিলটন মাসাকাদজা ৩৮, তুষার ইমরান ৪৭, মেহরাব হোসেন জুনিয়র ২১, সঞ্জিত সাহা ২৪, মুক্তার আলি ১৭ রান করেন।

১৮৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকের দলপতি ও ওপেনার মেহেদি মারুফ ২১ রান করেন। আরেক ওপেনার সৌম্য সরকার করেন মাত্র ৯ রান। তাতে একটি চারের মার থাকলেও বল খেলেছেন ২৪টি। তিন নম্বরে নামা সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৩ রান। ভারতীয় ব্যাটসম্যান উন্মুখ চাঁদ অপরাজিত থাকেন ৬১ রান করে। ২৭ রান আসে তাইবুর রহমানের ব্যাট থেকে। আল আমিন করেন ৩৫ রান। আর ১৪ রানে অপরাজিত থাকেন জাকির হাসান।

কলবাগানের হয়ে তিনটি উইকেট দখল করেন সঞ্জিত সাহা। একটি করে উইকেট পান মোহাম্মদ আশরাফুল এবং সাহবাজ চৌহান।

** বিকেএসপির উইকেটে রুবেল ঝড়

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।