ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব ছাড়বেন তিনি।
এর আগে রাসেল ডোমিঙ্গোর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মেয়াদ বাড়ায়নি প্রোটিয়ারা।
তাই দ্রুতই গিবসনের সাথে সবকিছু চূড়ান্ত করে ফেললো দক্ষিণ আফ্রিকা। তবে, ইংল্যান্ড চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ পর্যন্ত বোলিং কোচ হিসেবে গিবসনকে রাখতে। ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব থেকে আগেভাগেই গিবসনকে নিয়ে যেতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণও দিতে রাজি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু, সেটি হয়নি। ১১ সেপ্টেম্বর শেষ হবে চলমান সিরিজ। অন্যদিকে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে নিজেদের পরবর্তী টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সিরিজের জন্য ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পে গিবসনকে ডেকে পাঠিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
গিবসনের অধীনে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত দেশটির কোচ ছিলেন গিবসন।
বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
এমআরপি