সোমবার (২০ নভেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে এসে একথা জানান।
পাপন বলেন, ‘পরবর্তী সিরিজ শুরু হওয়ার আগে যদি আমরা কোনো বাইরের কোচ না আনি বা ফাইনাল করতে না পারি তাহলে অবশ্যই আমাদের দেশি কেউ কোচ হবেন।
এর আগে সুজন বলেছিলেন, ‘অন্তর্বর্তীকালীন কোচের বিষয়টা বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড অবশ্যই বিদেশি কোচের কথা ভাবছে। যদি এমন কিছু হয় প্রয়োজনে আমাকে কাজ করতে হবে তো আমি প্রস্তুত। বাংলাদেশ ক্রিকেটের জন্য আগেও আমি অনেক কাজ করেছি। এটা আমার প্যাশন। কোচ হিসেবে আমার অভিজ্ঞতাটা অনেক। তারপরও যদি সুযোগ আসে অবশ্যই চিন্তা করার ব্যাপার থাকবে। ’
বলে রাখা ভালো হেড কোচ না হলেও বাংলাদেশ ক্রিকেটের সহকারী কোচের অভিজ্ঞতা আছে সুজনের। ডেভ হোয়াটমোর ও জিমি সিডন্স যখন বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ ছিলেন তখন খালেদ মাহমুদ সুজন সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি