ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৮ বছর পর টেস্ট দলে কার্তিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুন ২, ২০১৮
৮ বছর পর টেস্ট দলে কার্তিক দিনেশ কার্তিক-ছবি: সংগৃহীত

ঋদ্ধিমান শাহার ইনজুরিতে কপাল খুলে গেল দিনেশ কার্তিকের। তবে এই কপাল খুলতে তার সময় লাগলো দীর্ঘ ৮ বছর। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক মাত্র টেস্টে ঋদ্ধির বদলে পার্থিব প্যাটেলকে পেছনে ফেলে জায়গা করে নিলেন কার্তিক।

ব্যাঙ্গালুরুতে আগামী ১৪ জুন ম্যাচটি মাঠে গড়াবে।

এর আগে সদ্য শেষ হওয়া আইপিএলে আঙ্গুলে চোট পেয়ে ফাইনালে খেলতে পারেননি ঋদ্ধি।

আর আফগানদের বিপক্ষেও শেষ পর্যন্ত ছিটকে গেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এদিকে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে সর্বশেষ ২০১০ সালে খেলেছিলেন কার্তিক। ২০০৪ সালে অভিষেক হওয়ার পর তিনি এখন পর্যন্ত মাত্র ২৩টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। তবে সম্প্রতি তার পারফরম্যান্সই তাকে দলে ভিড়িয়েছে।

আইপিএলে কার্তিক ছিলেন কলকাতা নাইটর রাইডার্সের অধিনায়ক। শেষ হওয়া মৌসুমে তিনি ৫০ গড় ও ১৫০ স্ট্রাইক রেটের কাছাকাছি ব্যাট করে তুলেছেন দলীয় সর্বোচ্চ ৪৯৮ রান।

ভারতীয় দল: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, করুন নায়ার, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, শারদুল ঠাকুর।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ০২ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।